scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

এবার Whatsapp-এ শপিংও করতে পারবেন, এল নয়া ফিচার

হোয়াটস্যাপ-এ নতুন ফিচার
  • 1/6

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ-এ গত কিছুদিন ধরে বিভিন্ন রকম নতুন নতুন ফিচার নিয়ে আসছে। একটি রিপোর্টে জানানো হয়েছে কালেকশন ফিচার যুক্ত করা হয়েছে এই ফিচার হোয়াটসঅ্যাপ থেকে ক্যাটেগরির হিসেবে শপিং করতে পারবেন। এই ফিচারে শপিং করতে অনলাইনে যারা ভালবাসেন, তাঁদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে।

হোয়াটস্যাপ-এ নতুন ফিচার
  • 2/6

এই ফিচারের বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার নিজের প্রোডাক্ট এর ক্যাটালগও লাগাতে পারবেন। ক্যাটাগরি হিসেবে user's রা নিজের প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র খুব সহজেই খুঁজতে পারবেন এবং কিনতে পারবেন। তাদের জন্য সমস্ত আইটেমের স্ক্রল করার দরকার হবে না।

হোয়াটস্যাপ-এ নতুন ফিচার
  • 3/6

যদি আপনার কাছে হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট থাকে, তাহলে আপনি কিছু স্টেপ ফলো করলেই কালেকশন ক্রিয়েট করতে পারবেন। এর জন্য আপনাকে অ্যাপ এর উপরে রাইট কর্নারে গিয়ে তিনটি ডট এ ক্লিক করতে হবে। তারপরই আপনার বিজনেস টুল লেখার উপরে ট্যাপ করতে হবে।

Advertisement
হোয়াটস্যাপ-এ নতুন ফিচার
  • 4/6

এরমধ্যে আপনাকে ক্যাটালগে অপশনে গিয়ে সিলেক্ট করতে হবে। তারপরে আপনি অ্যাড নিউ কানেকশন এ ক্লিক করতে পারবেন।

হোয়াটস্যাপ-এ নতুন ফিচার
  • 5/6

ক্যাটালগে ফিচার অপশন, কোম্পানি সবার আগে ২০১৯ এ চালু করেছিল। এতে বিজনেস অ্যাকাউন্ট নিজের প্রোডাক্ট এবং সার্ভিসের ডিসপ্লে করতে পারে। এতে আলাদাভাবে মোবাইলে স্টোর ফ্রন্ট বানানোর সুবিধা দেওয়া হয়েছিল।

 

হোয়াটস্যাপ-এ নতুন ফিচার
  • 6/6

প্লাটফর্মে ই-কমার্স ফিচারে বুস্ট করতে কোম্পানি কার্টস ফিচার রিলিজ করেছে। এতে কাস্টমারদের জন্য মাল্টিপল আইটেমের কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

Advertisement