scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

UPI-এ খুচরো লেনদেনের নিয়মে বড়সড় বদল আনতে চলেছে NPCI!

UPI-এ খুচরো লেনদেনের নিয়মে বড়সড় বদল আনতে চলেছে NPCI!
  • 1/9

ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI পেমেন্ট-এর ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। খুব শীঘ্রই এর প্রভাব পড়তে চলেছে UPI পেমেন্ট-এর খুচরো লেনদেনের উপর।

UPI-এ খুচরো লেনদেনের নিয়মে বড়সড় বদল আনতে চলেছে NPCI!
  • 2/9

করোনার অতিমারীর ফলে ব্যাঙ্কিং পরিষেবা বিঘ্নিত হওয়া, পর্যাপ্ত কর্মীর উপস্থিতির অভাব ইত্যাদি সমস্যার কারণে দেশে ডিজিটাল লেনদেন অত্যাধিক বৃদ্ধি হয়েছে।

UPI-এ খুচরো লেনদেনের নিয়মে বড়সড় বদল আনতে চলেছে NPCI!
  • 3/9

ব্রিটেনের ACI Worldwide-এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি Digital আর্থিক লেনদেন হয়েছে ভারতে। এই হিসাবে ভারত Digital লেনদেনে চিন, আমেরিকাকে হারিয়ে বিশ্বের শীর্ষস্থান দখল করেছে।

Advertisement
UPI-এ খুচরো লেনদেনের নিয়মে বড়সড় বদল আনতে চলেছে NPCI!
  • 4/9

ACI Worldwide-এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, গত বছরে মোট ২৫.৫ বিলিয়ন (আড়াই হাজার কোটি) রিয়েল-টাইম লেনদেন হয়েছে ভারতে।

UPI-এ খুচরো লেনদেনের নিয়মে বড়সড় বদল আনতে চলেছে NPCI!
  • 5/9

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র প্রকাশিত তথ্য অনুযায়ী, এ দেশে মার্চে প্রায় ৪.২৫ লক্ষ কোটি টাকার UPI ভিত্তিক Digital লেনদেন হয়েছে।

UPI-এ খুচরো লেনদেনের নিয়মে বড়সড় বদল আনতে চলেছে NPCI!
  • 6/9

দেখা গিয়েছে, IPL শুরুর পর থেকে UPI ভিত্তিক খুচরো লেনদেনের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) লক্ষ্য করেছে, প্রায় সমস্ত অনলাইন গেমিং সংস্থাগুলিই UPI ভিত্তিক খুচরো লেনদেনে লিপ্ত।

UPI-এ খুচরো লেনদেনের নিয়মে বড়সড় বদল আনতে চলেছে NPCI!
  • 7/9

অনলাইন গেমিং-এর ক্ষেত্রে অধিকাংশ UPI ভিত্তিক লেনদেনের অঙ্ক ৫০ টাকারও কম। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র আশঙ্কা, UPI ভিত্তিক খুচরো লেনদেনের পরিমাণ অস্বাভাবিক বৃদ্ধির ফলে সিস্টেমের সমস্যা হতে পারে।

Advertisement
UPI-এ খুচরো লেনদেনের নিয়মে বড়সড় বদল আনতে চলেছে NPCI!
  • 8/9

সূত্রের খবর, সমস্ত বড় লেনদেন নিয়ন্ত্রণে আনতে ব্যাঙ্ক ও NPCI-র মধ্যে আলোচনা হয়েছে। বর্তমানে UPI ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ নেওয়া হয় না। তাই অধিকাংশ খুচরো লেনদেনের ক্ষেত্রে অনলাইন গেমিং-এর গ্রাহকরা UPI ভিত্তিক লেনদেনের উপরই নির্ভরশীল।

UPI-এ খুচরো লেনদেনের নিয়মে বড়সড় বদল আনতে চলেছে NPCI!
  • 9/9

সব মিলিয়ে UPI ভিত্তিক খুচরো লেনদেনের পরিমাণ কমিয়ে Digital লেনদেন চাপ কমাতে খুব শীঘ্রই ৫০ টাকা বা তার কম অঙ্কের সমস্ত লেনদেন বন্ধ করতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।

Advertisement