scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Kolkata Metro Rail Time Table: করোনার প্রভাব এবার কলকাতা মেট্রোয়! কমলো ট্রেনের সংখ্যা, বদলাল সূচি

Kolkata Metro Rail Time Table: করোনার প্রভাব এবার কলকাতা মেট্রোয়! কমলো ট্রেনের সংখ্যা, বদলাল সূচি
  • 1/9

দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের ওপরেই থাকছে।

Kolkata Metro Rail Time Table: করোনার প্রভাব এবার কলকাতা মেট্রোয়! কমলো ট্রেনের সংখ্যা, বদলাল সূচি
  • 2/9

হাওড়া ও শিয়ালদা শাখা মিলিয়ে দেড় হাজারেরও বেশি চালক, গার্ড ও রেলকর্মী করোনায় আক্রান্ত। পর্যাপ্ত কর্মীর অভাবে প্রতিদিনই হাওড়ায় ৬০-৬৫টি ট্রেন আর শিয়ালদা শাখায় শতাধিক ট্রেন বাতিল হচ্ছে।

Kolkata Metro Rail Time Table: করোনার প্রভাব এবার কলকাতা মেট্রোয়! কমলো ট্রেনের সংখ্যা, বদলাল সূচি
  • 3/9

দেশজুড়ে করোনা সংক্রমণের ভয়াবহতার দিকে নজর দিয়ে কেন্দ্র ও রাজ্যগুলিকে নতুন করে লকডাউন ঘোষণা করার পরামর্শ দিয়েছে দেশের শীর্ষ আদালত। পরিস্থিতির কথা মাথায় রেখে এ বার ট্রেনের সংখ্যা কমিয়ে দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

Advertisement
Kolkata Metro Rail Time Table: করোনার প্রভাব এবার কলকাতা মেট্রোয়! কমলো ট্রেনের সংখ্যা, বদলাল সূচি
  • 4/9

কলকাতা মেট্রোয় ট্রেনের সংখ্যা কমার ফলে বদলে গিয়েছে ট্রেনের সময়সূচিও। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে এই নয়া সময়সূচি কার্যকর হতে চলেছে।

Kolkata Metro Rail Time Table: করোনার প্রভাব এবার কলকাতা মেট্রোয়! কমলো ট্রেনের সংখ্যা, বদলাল সূচি
  • 5/9

জানা গিয়েছে, আপাতত সারাদিনে মোট ২২টি ট্রেন কমিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী, এখন থেকে সোমবার থেকে শুক্রবার ২৩৮টির পরিবর্তে ২১৬টি ট্রেন চলবে।

Kolkata Metro Rail Time Table: করোনার প্রভাব এবার কলকাতা মেট্রোয়! কমলো ট্রেনের সংখ্যা, বদলাল সূচি
  • 6/9

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরমুখী, দমদম থেকে দক্ষিণেশ্বরগামী এবং দমদম থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম ট্রেন পাওয়া যাবে সকাল ৭টা ৩০ মিনিটে।

Kolkata Metro Rail Time Table: করোনার প্রভাব এবার কলকাতা মেট্রোয়! কমলো ট্রেনের সংখ্যা, বদলাল সূচি
  • 7/9

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে। এদিকে দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়।

Advertisement
Kolkata Metro Rail Time Table: করোনার প্রভাব এবার কলকাতা মেট্রোয়! কমলো ট্রেনের সংখ্যা, বদলাল সূচি
  • 8/9

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোম থেকে শুক্রবারের মতো শনিবারও চলবে ২১৬টি ট্রেন। তবে রবিবার সারাদিনে মোট ৯৮টি ট্রেন চলবে। সমস্ত রুটেই ওই রবিবার প্রথম ট্রেন ছাড়বে সকাল ৯টায়।

Kolkata Metro Rail Time Table: করোনার প্রভাব এবার কলকাতা মেট্রোয়! কমলো ট্রেনের সংখ্যা, বদলাল সূচি
  • 9/9

কলকাতা মেট্রো রেলের সময়সূচি এর আগেও একবার গত ২৩ এপ্রিল বদল করা হয়েছিল। ট্রেনের চালক ও কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে সে বার সময়সূচিতে সামান্য বদল করা হয়েছিল।

Advertisement