বাঙালির ভ্রমণ মানেই ‘দি-পু-দা’, মানে দিঘা, পুরি আর দার্জিলিং। তার মধ্যে দিঘাতেই সবচেয়ে সহজে, সবচেয়ে সস্তায় আমোদ করে ক’টা দিন ছুটি কাটিয়ে আসা যায়। তাই বাঙালির বেড়াতে যাওয়ার এই তিন ঠিকানার মধ্যে দিঘাতেই ভিড় বেশি।
উইক এন্ড মানেই দিঘা! দার্জিলিংয়ের মতো বিশেষ কোনও মরসুমের বালাই নেই, সারা বছর যখন মন চায়, ব্যাগ গুছিয়ে পৌঁছে গেলেই হল। তাই দিঘা নিয়ে নতুন করে কিছু আর বলার নেই।
কিন্তু এই প্রতিবেদনে যে জায়গার কথা বলবো, সেটা মধ্যবিত্তের বাজেটের মধ্যে ছুটি কাটানোর একটি দুর্দান্ত ঠিকানা। এই ঠিকানা দিঘার বাইরে নয়, আবার দিঘার ভিড়েও নয়।
সবুজে ঘেরা, নিরিবিলি সাগর পাড়ে ছুটি কাটাতে মনের মতো আয়োজন রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য উন্নয়ন নিগমের অধীনে পরিচালিত গেস্ট হাউস, নাম ওসিয়ানা।
পর্যটকদের ভিড়ের থেকে দূরে, দিঘার বেশ কাছেই এই ওসিয়ানা গেস্ট হাউস। নিউ দিঘা আর উদয়পুরের মাঝে অবস্থিত এটি। আর এই গেস্ট হাউসের নামেই এর পাশের বিচের নাম ওসিয়ানা বিচ।
কীভাবে যাবেন?
দিঘা স্টেশন থেকে যে কোনও টোটো বা অটোতে পৌঁছে যাবেন এই গেস্ট হাউস। দূরত্ব প্রায় ২ কিলোমিটার। অটো ভাড়া: মাথাপিছু মোটামুটি ১০ টাকা। এখান থেকে চাইলে গাড়ি বা টোটো ভাড়া করে বিচিত্রপুর, উদয়পুর, তালসারি, দিঘা মোহনা, শংকরপুরের মতো একাধিক জায়গা ঘুরে আসতেই পারেন।
ভাড়া কত, কীভাবে বুকিং?
এই গেস্ট হাউসে কোনও নন এসি ঘর নেই। গেস্ট হাউসের AC ডবল বেড রুম পাবেন, যার ভাড়া প্রতিদিন ১৪০০ টাকা থেকে ১৮০০ টাকা। তবে এখানে ১৪০০ টাকার ঘর মাত্র দু’টি আছে। তাই এই ঘর নিতে চাইলে অনেকটাই আগে বুক করতে হবে।
ওসিয়ানা-র নিজস্ব রেঁস্তোরা আছে। এখানে সাধ্যের মধ্যে সাধ পূরণের সুস্বাদু নানা পদ পাওয়া যায়। এখানে রুম বুক হয় অনলাইনে এদের নিজস্ব ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট লিঙ্ক: https://wbsfdcltd.com/.../eco-tourism/guest-house/10009.htm