scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

বিগত ২ বছরে ৪.৫ গুণ বেড়েছে Small Ticket Personal Loan-এর পরিমাণ!

কী এই Small Ticket Personal Loan?
  • 1/7

কী এই Small Ticket Personal Loan? কারা নিচ্ছেন এই ঋণ? কেন মাত্র ২ বছরের মধ্যেই ভারতে Small Ticket Personal Loan-এর পরিমাণ সাড়ে চার গুণ বেড়ে গিয়েছে? চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে খুঁটিনাটি তথ্য...

কী এই Small Ticket Personal Loan?
  • 2/7

ছোট ছোট প্রয়োজনে মানুষকে যে স্বল্প পরিমাণ ঋণ নিতে হয় তা-ই হল স্মল টিকেট পার্সোনাল লোন (Small Ticket Personal Loan)। আরও সহজ করে বলতে গেলে ৫০ হাজার বা তার কম পরিমাণ অর্থের ঋণকেই স্মল টিকেট পার্সোনাল লোন (Small Ticket Personal Loan) বলা হয়।

কী এই Small Ticket Personal Loan?
  • 3/7

করোনা মহামারির ফলে মানুষের আর্থিক পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। মানুষের হাতে নগদের জোগান কমেছে। ফলে নানা সঙ্কটের মোকাবিলায় ঋণের প্রয়োজন বেড়েছে। তাৎক্ষণিক আর্থিক প্রয়োজনের স্বার্থেই বিগত ২ বছরের মধ্যে অনেকটাই বেড়ে গিয়েছে স্মল টিকেট পার্সোনাল লোনের (Small Ticket Personal Loan) চাহিদা ও পরিমাণ।

Advertisement
কী এই Small Ticket Personal Loan?
  • 4/7

পরিসংখ্যান বলছে, বিগত ২ বছরের মধ্যে এক লাফে প্রায় সাড়ে চার গুণ (৪.৫ গুণ) বেড়েছে স্মল টিকেট পার্সোনাল লোনের (Small Ticket Personal Loan) চাহিদা ও পরিমাণ।

কী এই Small Ticket Personal Loan?
  • 5/7

হিসাব অনুযায়ী, বিগত ২ বছরের মোট ব্যক্তিগত ঋণের ৬০ শতাংশই হল স্মল টিকেট পার্সোনাল লোন (Small Ticket Personal Loan) বা ৫০ হাজার বা তার কম পরিমাণ অর্থের ব্যক্তিগত ঋণ।

কী এই Small Ticket Personal Loan?
  • 6/7

পরিসংখ্যান বলছে, যেখানে ২০১৭-’১৮ সালে মোট ব্যক্তিগত ঋণের ১২.৯ শতাংশই ছিল ক্ষুদ্র ঋণ, সেখানে পরবর্তী ২ বছরে এটি প্রায় ৫০০ শতাংশ বেড়ে গিয়েছে। অ্যাপ নির্ভর Instant Personal Loan চালু হওয়ার ফলে ২০১৯-’২০-এর অর্থবর্ষে স্মল টিকেট পার্সোনাল লোনের পরিমাণ প্রায় ৭৭ শতাংশ বৃদ্ধি পায়।

কী এই Small Ticket Personal Loan?
  • 7/7

অসংখ্য নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা (NBFC) প্রদত্ত এই সমস্ত তাৎক্ষণিক স্বল্পমেয়াদী ঋণের সুদের পরিমাণ বিপুল! মাত্র ২-৩ মিনিটেই স্বল্পমেয়াদী ব্যক্তিগত ঋণ দেওয়ার টোপ দিয়ে এমন অনেক সংস্থাই এখন চড়া সুদে বাজারে টাকা খাটাচ্ছে।

Advertisement