২২ অগাস্ট রাখিবন্ধনের দিন পেট্রোল-ডিজেলের দাম প্রতি লিটারে ২০-২৫ পয়সা কমানো হয়েছিল। সেদিন এক মাসেরও বেশি সময় পর প্রথমবার পেট্রোলের দাম কমানো হয়েছিল। যদিও তার আগে তিন দফায় কমেছে ডিজেলের দাম।
রবিবারের পর মঙ্গলবারেও কমেছে পেট্রোলের দাম। গত ৩৮ দিনে এই নিয়ে দ্বিতীয়বার কমে পেট্রোলের দাম। তেল কোম্পানিগুলি উভয় জ্বালানির দাম লিটার প্রতি ১৫ পয়সা কমিয়েছে। পেট্রোল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমাতেই দাম কমতে শুরু করেছে জ্বালানির।
তেল কোম্পানিগুলি আজ পেট্রোল-ডিজেলের দাম প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে পেট্রোল ও ডিজেল উভয়ের দামেই আজ অপরিবর্তিত রয়েছে। চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…
কলকাতায় বুধবার পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১ টাকা ৮২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯১ টাকা ৯৮ পয়সা।
এই চার মহানগর ছাড়াও পটনাতে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৩ টাকা ৯৯ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪ টাকা ৭৫ পয়সা।
বেঙ্গালুরুতে বুধবার এক লিটার পেট্রোলের দাম ১০৪ টাকা ৯৮ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৩৪ পয়সা প্রতি লিটার।