scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Petrol-Diesel Price Today: আজও বাড়ল! পেট্রোল-ডিজেলের দামে রেকর্ড কলকাতায়

রেহাইয়ের
  • 1/10

রেহাইয়ের বালাই নেই। জ্বালানির মূল্যবৃদ্ধি লাগামহীনভাবে বেড়েই চলেছে। যার জেরে দিশেহারা হয়ে পড়ছেন সাধারণ মানুষ। আজ দেশের চারটি মেট্রো শহরেই ফের বাড়ল দাম। রাজধানী দিল্লিতে বেড়েছে জ্বালানি তেলের দাম। একই সঙ্গে বাণিজ্যনগরী মুম্বইয়েও লাফিয়ে বেড়েছে দাম।

দিল্লিতে
  • 2/10

দিল্লিতে পেট্রোলের দাম এখন প্রতি লিটার ১০৮.৬৪ টাকা। ২৮ অক্টোবরের তুলনায় পেট্রোলের দাম ছিল ৩৫ পয়সা বেড়েছে। দিল্লিতে প্রতি লিটার ডিজেলের দাম ৯৭.৩৭ টাকা।

আজ
  • 3/10

আজ, শুক্রবার, মুম্বইতে পেট্রোল এবং ডিজেলের দাম লিটার প্রতি ১১৪.৪৭ টাকা এবং ১০৫.৪৯ টাকা। চেন্নাইতে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেল বিক্রি হচ্ছে ১০৫.৪৩ টাকা এবং ১০১.৫৯ টাকা। পাশাপাশি, কলকাতায় পেট্রোল প্রতি লিটারে ১০৯.০২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১০০.৪৯ টাকা।

Advertisement
সংবাদ সংস্থার
  • 4/10

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, কলকাতায় ডিজেলের দাম ১০০ টাকা পার করেছে। তবে কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। 

উত্তর ২৪ পরগনা
  • 5/10

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে গতকাল আরও দাম বেড়েছে। 

পশ্চিমবঙ্গ
  • 6/10

পশ্চিমবঙ্গে পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য অনির্বাণ সাহা বলেন, দাম যেভাবে বেড়েছে তাতে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি।

রাজ্য
  • 7/10

রাজ্য পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশন মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার ৩০ মিনিটের জন্য পেট্রোল এবং ডিজেল বিক্রি বন্ধ রাখে।

Advertisement
দেশে প্রতিদিন
  • 8/10

দেশে প্রতিদিন পেট্রোলের দাম নতুন রেকর্ড তৈরি করছে। যখন মধ্যপ্রদেশের বালাঘাট এখন প্রতি লিটার ১২০ টাকায় পৌঁছেছে। পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১১৯.৭০ টাকা আর ডিজেল বিক্রি হচ্ছে ১০৮.৯৫ টাকা প্রতি লিটারে। 

একটি এসএমএসের
  • 9/10

একটি এসএমএসের মাধ্যমেই আপনি আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের দাম জানতে পারবেন। ইন্ডিয়ান অয়েল (IOCL) গ্রাহকদের RSP কোড পাঠাতে হবে 9224992249 নম্বরে। আপনার শহরের RSP কোড জানতে নীচে ক্লিক করুন।

এদিকে বাড়ছে
  • 10/10

এদিকে বাড়ছে গ্যাসের দামও। ১০০০ ছুঁতে চলেছে রান্নার গ্যাসের দাম। ভোগান্তিতে মাথায় হাত সাধারণ মানুষের।
 

Advertisement