Petrol Diesel Price Today: আন্তর্জাতিক বাজারে দাম চড়া। আর তার রেশ এসে পড়ছে ভারতে। জ্বালানির দাম নিয়ে কথা হচ্ছে। জ্বালিয়ে দিচ্ছে জ্বালানির দাম! শনিবারের পর রবিবার। ফের ধাক্কা দিল দাম।
পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) লিটারে ফের বাড়ল ৩৫ পয়সা করে। বৃহস্পতিবারও দেশে জ্বালানির দাম বেড়েছিল ৩৫ পয়সা করে।
এই নিয়ে পর পর পাঁচদিন। আর এর জেরে প্রবল সমস্যায় পড়েছেন মানুষ। কারণ জ্বালানির দাম চড় চড় করে বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে প্রভাব পড়েছে।
Price of petrol & diesel in #Delhi is at Rs 107.59 per litre & Rs 96.32 per litre respectively today.
— ANI (@ANI) October 24, 2021
Petrol & diesel prices per litre-Rs 113.46 & Rs 104.38 in #Mumbai, Rs 108.11 & Rs 99.43 in #Kolkata; Rs 104.52 & Rs 100.59 in Chennai respectively
(File pic) pic.twitter.com/x0SUXM82IM
ইতিমধ্যে বাংলার কয়েকটি জায়গায় ডিজেলের দাম ১০০ টাকা প্রতি লিটার পার করে ফেলেছে। পুরুলিয়ার ঝালদায় দাম ১০০ টাকা ৪৯ পয়সা, দার্জিলিঙে ১০০.২৯ টাকা। মুর্শিদাবাদে ডিজেলের দাম ১০০.০৩ টাকা, কৃষ্ণনগরে ১০০ টাকা ১৬ পয়সা।
দেশে রেকর্ড ছুঁয়েছে জ্বালানির দাম। কোন শহরে তেলের দাম (Petrol-Diesel Price) কত, তা জানিয়ে দিয়েছে তেল সংস্থাগুলি। সেই তালিকা দেখে জানা যাচ্ছে, জ্বালানির দাম কতটা বাড়ল। তা দেখে মাথায় হাত সকলের।
আসুন, দেখে নেওয়া যাক, কোথায় কত দাম। সব জায়গায় দাম রেকর্ড ছুঁয়েছে। দেশের সবথেকে বড় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল জানাচ্ছে, দিল্লিতে পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) দাঁড়িয়েছে, ১০৭.৫৯ টাকা এবং ৯৬ টাকা ৩২ পয়সা প্রতি লিটার রয়েছে।
এবার দেখব চার মেট্রো শহরের মধ্যে দাম (Petrol-Diesel Price)। সেখানে সবথেকে বেশি মুম্বইয়ে। বাণিজ্যনগরীতে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম হল ১১৩ টাকা ৪৬ পয়সা এবং ১০৪ টাকা ২৮ পয়সা।
কলকাতায় এখন পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৮.১১ পয়সা এবং ডিজেলের দাম ৯৯ টাকা ৪৩ পয়সা। চেন্নাইয়ে পেট্রোল এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ১০৪.৫২ এবং ১০০.৫৯ টাকা প্রতি লিটার।
মানুষের প্রবল সমস্যা হচ্ছে
জ্বালানির দাম (Petrol-Diesel Price) বেড়েই চলেছে। আর এর জেরে নাজেহাল মানুষ। জ্বালানির দাম (Petrol-Diesel Price) বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দামে প্রভাব পড়েছে।
এসএমএস করে দাম জানুন
পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) কত, তা জেনে নিন এসএমএসের সাহায্যে। তা আপনি যে শহরেরই বাসিন্দা হোন না কেন। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকেরা RSP কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ (9224992249) নম্বরে এসএমএস করলেই হয়ে যাবে। নিজের শহরের আরএসপি কোড জানতে এখানে ক্লিক করুন।