বেড়েই চলেছে তেলের দাম! দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দরও! গতকাল অপরিবর্তিত থেকে আজ ফের বাড়ল তেলের দাম।
সোমবার থেকে ফের বাড়তে শুরু করে তেলের দাম! তবে টানা ৩ দিন বৃদ্ধির পর গতকাল অপরিবর্তিত ছিল পেট্রোল-ডিজেলের দাম! তবে আজ ফের বেড়েছে জ্বালানির দর।
পাঁচ রাজ্যের ভোট মেটার পর মোট ৮ বার বেড়ে আজ নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে পেট্রোল-ডিজেলের দাম! দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ২৯ পয়সা, ডিজেলের দাম ৩৪ পয়সা করে বেড়েছে। জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে তেলের দাম…
শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯২ টাকা ৪৪ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৫ টাকা ৭৯ পয়সা।
এই চার মহানগর ছাড়াও শুক্রবার বেঙ্গালুরুতে পেট্রোল প্রতি লিটারে ৯৫ টাকা ৪১ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৭ টাকা ৯৪ পয়সা।
মধ্যপ্রদেশের ভোপালে আজ এক লিটার পেট্রোলের দাম ১০০ টাকা ৩৮ পয়সা আর ডিজেলের দাম ৯১ টাকা ৩১ পয়সা প্রতি লিটার।