দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দরও! মধ্যপ্রদেশের ভোপালে, রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায়, জয়পুরে আর মুম্বইয়ে ১০০ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম। হায়দরাবাদেও পেট্রোলের দাম ১০০ ছোঁয়ার অপেক্ষায়!
মে মাসে মোট ১৬ বার বেড়েছে তেলের দাম। জুনেও ঊর্ধ্বমুখী তেলের দাম! আজ নিয়ে পর পর দু’দিন বাড়ল তেলের দাম। ফলে সোমবার দাম বৃদ্ধির পর রেকর্ড উচ্চতায় পৌঁছাল পেট্রোল-ডিজেলের দর!
জুন মাসের প্রথম সাত দিনের মধ্যে চার দিনই বেড়েছে তেলের দাম। রবি আর সোমবারের দাম বৃদ্ধির পর নতুন রেকর্ড স্পর্শ করল পেট্রোল-ডিজেলের দাম। চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে তেলের দাম…
এই চার মহানগর ছাড়াও সোমবার হায়দরাবাদে এক লিটার পেট্রোলের দাম ৯৯ টাকা ০৬ পয়সা আর ডিজেলের দাম ৯৩ টাকা ৯৯ পয়সা প্রতি লিটার।
বেঙ্গালুরুতে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৮ টাকা ৪৯ পয়সা আর ডিজেলের দাম ৯১ টাকা ৪১ পয়সা প্রতি লিটার।