বিগত দু’মাসের অধিকাংশ সময়টাই অপরিবর্তিত থেকেছে পেট্রোল-ডিজেলের দাম! এপ্রিলেও একই হাল। ২৭ ফেব্রুয়ারির পর থেকে মোট চারবার তেলের দাম কমেছে, তবে তা খুব সামান্যই। চারবারে সব মিলিয়ে ১ টাকাও কমেনি পেট্রোল, ডিজেলের দাম!
মাস খানেক ধরে বিশ্ব বাজারে ক্রমাগত নিম্নমুখী থেকেছে অপরিশোধিত তেলের দাম। বিশ্বজুড়ে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণের জেরে বিশ্ব বাজারে চাহিদা কমতে শুরু করেছে অপরিশোধিত তেলের।
১৫ এপ্রিল দেশের রাজধানী শহরে পেট্রোল প্রতি লিটারে ১৬ পয়সা সস্তা হয়েছে আর ডিজেলের দাম কমেছে লিটারে ১৪ পয়সা। আজ নিয়ে টানা ১০ দিন অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম। জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে তেলের দাম…
রবিবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯০ টাকা ৬২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৩ টাকা ৬১ পয়সা।
এই চার মহানগর ছাড়াও রবিবার বেঙ্গালুরুতে রবিবার পেট্রোল প্রতি লিটারে ৯৩ টাকা ৪৩ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৫ টাকা ৬০ পয়সা।
আজ হায়দরাবাদে এক লিটার পেট্রোলের দাম ৯৩ টাকা ৯৯ পয়সা আর ডিজেলের দাম ৮৮ টাকা ০৫ পয়সা প্রতি লিটার।