ভোট পরবর্তিকালে মোট ৩৯ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দর! তিন মাস পর জুলাইতেই একবার সামান্য কমেছে ডিজেলের দাম। তবে পেট্রোলের দাম এখনও কমেনি! হিসেব বলছে, শেষ তিন মাসে আর কমেনি পেট্রোলের দাম, তবে লিটারে দর বেড়েছে প্রায় ১৪ টাকা!
শেষ ৪২ দিনে পেট্রোলের দাম বেড়েছে ১১ টাকা ৫২ পয়সা। মে আর জুন মাস মিলিয়ে মোট ৩২ বার বেড়েছিল তেলের দাম। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের ঊর্ধ্বমুখী। তাই ফের বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কা!
এ মাসে এখনও পর্যন্ত মোট ৯ বার বেড়েছে পেট্রোলের দাম আর ৫ বার ডিজেলের দাম বেড়েছে! ১৭ জুলাই দাম বাড়ার পর থেকে দেশে পেট্রোল-ডিডেলের দামে কোনও পরিবর্তন হয়নি। চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…
এই চার মহানগর ছাড়াও বুধবার পটনায় বুধবার পেট্রোল প্রতি লিটারে ১০৪ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৫ টাকা ৫৭ পয়সা।
বেঙ্গালুরুতে এক লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম ৯৫ টাকা ২৬ পয়সা প্রতি লিটার।