বিশ্ব বাজারে বিগত মাস খানেক ধরে ক্রমাগত নিম্নমুখী থেকেছে অপরিশোধিত তেলের দাম। অথচ, তার সুফল এখনও পাননি দেশের আম জনতা।
সম্প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম কমার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু কবে থেকে দাম কমবে, সে বিষয়ে এখনও কোনও রকম স্পষ্ট ইঙ্গিত মেলেনি কেন্দ্রের তরফে।
বিগত কয়েক দিনে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ কমেছে। অথচ বিগত দু’সপ্তাহ ধরে কমেনি পেট্রোল এবং ডিজেলের দাম। আজ নিয়ে টানা ১৫ দিন দেশে অপরিবর্তিতই রয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে তেলের দাম…
বুধবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯০ টাকা ৭৭ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৩ টাকা ৭৫ পয়সা।
এই চার মহানগর ছাড়াও বুধবার বেঙ্গালুরুতে বুধবার পেট্রোল প্রতি লিটারে ৯৩ টাকা ৫৯ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৫ টাকা ৭৫ পয়সা।
জয়পুরে বুধবার পেট্রোল প্রতি লিটারে ৯৭ টাকা ০৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৩৫ পয়সা।