অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল! শেষ ২৭ দিন তেলের দাম অপরিবর্তিত। কিন্তু এক মাস ধরে একশো টাকা পার করা পেট্রোলের দাম এখনও কমেনি। তাই দাম কমার অপেক্ষায় দিন গুণছেন সাধারণ মানুষ।
বর্তমানে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী। তবুও ১৫ এপ্রিলের পর আর দাম কমেনি তেলের। জুলাই মাসে মোট ৯ বার বেড়েছে পেট্রোলের দাম আর ৫ বার ডিজেলের দাম বেড়েছে!
৭ জুলাই থেকে একশো টাকা পার করেছে পেট্রোল, ডিজেলের দামও একশো ছুঁই ছুঁই! জ্বালানির দামে জ্বলছে গোটা দেশ। কিন্তু তেমন কোনও বিকল্প ব্যবস্থা না থাকায় হাত পুড়িয়েই গাড়িতে তেল ভরতে হচ্ছে সাধারণ মানুষকে। চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…
কলকাতায় শুক্রবার পেট্রোলের দাম প্রতি লিটারে ১০২ টাকা ০৮ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯৩ টাকা ০২ পয়সা।
এই চার মহানগর ছাড়াও পটনায় আজ পেট্রোল প্রতি লিটারে ১০৪ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৫ টাকা ৫৭ পয়সা।
বেঙ্গালুরুতে শুক্রবার এক লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম ৯৫ টাকা ২৬ পয়সা প্রতি লিটার।