scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Fuel Prices Today: Crude Oil-এর দাম নিম্নমুখী! কত যাচ্ছে আজ Petrol, Diesel-এর দাম?

Fuel Prices Today: আজ কত যাচ্ছে Petrol, Diesel-এর দাম?
  • 1/10

বিগত মাস দেড়েক অপরিশোধিত তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে দেশজুড়ে পেট্রোল এবং ডিজেলের দামেও তার প্রভাব পড়ছে। ২৭ ফেব্রুয়ারির পর থেকে টানা ২৪ দিন অপরিবর্তিত থাকার পর গত বুধবার আর বৃহস্পতি কমেছিল Petrol, Diesel-এর দাম!

Fuel Prices Today: আজ কত যাচ্ছে Petrol, Diesel-এর দাম?
  • 2/10

বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দর ক্রমশ নিম্নমুখী! আন্তর্জাতিক বাজারে বেশ কিছুটা কমেছে অপরিশোধিত তেলের দর! তার ফলে পর পর কয়েকদিন অপরিবর্তিত থাকার পর মঙ্গলবার ফের কমে তেলের দাম।

Fuel Prices Today: আজ কত যাচ্ছে Petrol, Diesel-এর দাম?
  • 3/10

মঙ্গলবার প্রতি লিটারে পেট্রোল ২২ পয়সা আর ডিজেল ২৩ পয়সা সস্তা হয়েছে। তবে বুধবার থেকে অপরিবর্তিতই রইল Petrol, Dieselএর দাম। জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে তেলের দাম…

Advertisement
Fuel Prices Today: আজ কত যাচ্ছে Petrol, Diesel-এর দাম?
  • 4/10

দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯০ টাকা ৫৬ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮০ টাকা ৮৭ পয়সা।

Fuel Prices Today: আজ কত যাচ্ছে Petrol, Diesel-এর দাম?
  • 5/10

বুধবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯০ টাকা ৭৭ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৩ টাকা ৭৫ পয়সা।

Fuel Prices Today: আজ কত যাচ্ছে Petrol, Diesel-এর দাম?
  • 6/10

মুম্বইয়ে বুধবার প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৬ টাকা ৯৮ পয়সা আর ডিজেলের দাম ৮৭ টাকা ৯৬ পয়সা।

Fuel Prices Today: আজ কত যাচ্ছে Petrol, Diesel-এর দাম?
  • 7/10

চেন্নাইতে আজ পেট্রোলের দাম ৯২ টাকা ৫৮ পয়সা আর ডিজেলের দাম ৮৫ টাকা ৮৮ পয়সা।

Advertisement
Fuel Prices Today: আজ কত যাচ্ছে Petrol, Diesel-এর দাম?
  • 8/10

চার মহানগর ছাড়াও বেঙ্গালুরুতে বুধবার পেট্রোল প্রতি লিটারে ৯৩ টাকা ৫৯ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৫ টাকা ৭৫ পয়সা।

Fuel Prices Today: আজ কত যাচ্ছে Petrol, Diesel-এর দাম?
  • 9/10

বুধবার হায়দরাবাদে এক লিটার পেট্রোলের দাম ৯৪ টাকা ১৬ পয়সা আর ডিজেলের দাম ৮৮ টাকা ২০ পয়সা প্রতি লিটার।

Fuel Prices Today: আজ কত যাচ্ছে Petrol, Diesel-এর দাম?
  • 10/10

জয়পুরে বুধবার পেট্রোল প্রতি লিটারে ৯৭ টাকা ০৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৩৫ পয়সা।

Advertisement