Advertisement
ইউটিলিটি

Fuel Prices Today: ১৬ মাসে ৩২ টাকা বেড়েছে পেট্রোলের দর! আজ কত যাচ্ছে তেলের দাম?

  • 1/10

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, বর্তমান সরকারকে ইউপিএ সরকারের সময় জারি করা দামি তেল বন্ডের বিপুল অঙ্কের সুদ দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক কমানো অসম্ভব। ফলে সাধারণ মানুষকে এই মুহূর্তে তেলের দাম নিয়ে কোনও স্বস্তিজনক খবর দেওয়া যাবে না।

  • 2/10

অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল! জুলাই মাসে মোট ৯ বার বেড়েছে পেট্রোলের দাম আর ৫ বার ডিজেলের দাম বেড়েছে! শেষ ৩০ দিন দেশজুড়ে তেলের দাম অপরিবর্তিত। কিন্তু এক মাস ধরে একশো টাকা পার করা পেট্রোলের দাম এখনও কমেনি। তাই দাম কমার অপেক্ষায় দিন গুণছেন সাধারণ মানুষ।

  • 3/10

৭ জুলাই থেকে একশো টাকা পার করেছে পেট্রোল, ডিজেলের দামও একশো ছুঁই ছুঁই! জ্বালানির দামে জ্বলছে গোটা দেশ। কিন্তু তেমন কোনও বিকল্প ব্যবস্থা না থাকায় হাত পুড়িয়েই গাড়িতে তেল ভরতে হচ্ছে সাধারণ মানুষকে। চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…

Advertisement
  • 4/10

কলকাতায় মঙ্গলবার পেট্রোলের দাম প্রতি লিটারে ১০২ টাকা ০৮ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯৩ টাকা ০২ পয়সা।

  • 5/10

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০১ টাকা ৮৪ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৯ টাকা ৮৭ পয়সা।

  • 6/10

মঙ্গলবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০১ টাকা ৪৯ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৩৯ পয়সা।

  • 7/10

মুম্বইয়ে আজ প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৭ টাকা ৮৩ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ৪৫ পয়সা। 

Advertisement
  • 8/10

মঙ্গলবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০১ টাকা ৪৯ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৩৯ পয়সা।

  • 9/10

এই চার মহানগর ছাড়াও পটনায় আজ পেট্রোল প্রতি লিটারে ১০৪ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৫ টাকা ৫৭ পয়সা।

  • 10/10

বেঙ্গালুরুতে মঙ্গলবার এক লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম ৯৫ টাকা ২৬ পয়সা প্রতি লিটার।

Advertisement