scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Insurance Claim For Covid Death: এই বিমার আওতায় করোনায় মৃত ব্যক্তির পরিবার পেতে পারে ২ লক্ষ টাকা!

Insurance Claim For Covid Death: এই বিমার আওতায় করোনায় মৃত ব্যক্তির পরিবার পেতে পারে ২ লক্ষ টাকা!
  • 1/9

দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের ওপরেই থাকছে।

Insurance Claim For Covid Death: এই বিমার আওতায় করোনায় মৃত ব্যক্তির পরিবার পেতে পারে ২ লক্ষ টাকা!
  • 2/9

শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজা ৪৫২ জন, প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। কিন্তু জানেন কি করোনায় মৃত্যু হলে কেন্দ্রীয় একটি বিমা প্রকল্পে মৃতের পরিবার ২ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন!

Insurance Claim For Covid Death: এই বিমার আওতায় করোনায় মৃত ব্যক্তির পরিবার পেতে পারে ২ লক্ষ টাকা!
  • 3/9

শুনলে অবাক হতে পারেন, এই কেন্দ্র সরকারি বিমার বাৎসরিক প্রিমিয়াম মাত্র ৩৩০ টাকা। করোনায় মৃত ব্যক্তির যদি এই বিমা করা থাকে, তাহলে বিমাকারীর মৃত্যুর পর তাঁর পরিবার বা নমিনি ২ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন!

Advertisement
Insurance Claim For Covid Death: এই বিমার আওতায় করোনায় মৃত ব্যক্তির পরিবার পেতে পারে ২ লক্ষ টাকা!
  • 4/9

করোনায় মৃতের পরিবার Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana-র আওতায় এই বিশেষ সাহায্য পেতে পারেন। নিয়ম অনুযায়ী, ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী যে কোনও ব্যক্তি এই বিমা করাতে পারবেন।

Insurance Claim For Covid Death: এই বিমার আওতায় করোনায় মৃত ব্যক্তির পরিবার পেতে পারে ২ লক্ষ টাকা!
  • 5/9

নিজের ব্যাঙ্ক থেকেই Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana কিনতে পারবেন ৫০ বছরের কম যে কোনও ব্যক্তি। অপঘাতে মৃত্যু বা আত্মহত্যার ঘটনাতেও এই বিমার ক্ষেত্রে পরিবার টাকা পেতে পারে।

Insurance Claim For Covid Death: এই বিমার আওতায় করোনায় মৃত ব্যক্তির পরিবার পেতে পারে ২ লক্ষ টাকা!
  • 6/9

বছরের যে কোনও সময়ে Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana কেনা যেতে পারে। দু’মাস বা তিন মাসের ছোট ছোট কিস্তিতেও Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana-র প্রিমিয়াম দেওয়া যায়।

Insurance Claim For Covid Death: এই বিমার আওতায় করোনায় মৃত ব্যক্তির পরিবার পেতে পারে ২ লক্ষ টাকা!
  • 7/9

বিমাকারী যে ব্যাঙ্ক থেকে Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana কিনবেন এবং এর প্রিমিয়াম দেবেন, তাঁর মৃত্যুর পর সেই ব্যাঙ্কেই বিমার টাকা ক্লেম করতে পারবেন এর নমিনি।

Advertisement
Insurance Claim For Covid Death: এই বিমার আওতায় করোনায় মৃত ব্যক্তির পরিবার পেতে পারে ২ লক্ষ টাকা!
  • 8/9

সাধারণত, এই ধরনের বিমার টাকা পাওয়ার ক্ষেত্রে বিমাকারীর মৃত্যুর ৩০ দিনের মধ্যেই বিমার টাকা ক্লেম করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণ-সহ মেডিক্যাল রিপোর্ট, ডেথ সার্টিফিকেট পেতে অনেকটা সময় লেগে যায়। সে ক্ষেত্রে কি পাওয়া যাবে Jeevan Jyoti Bima-র টাকা?

Insurance Claim For Covid Death: এই বিমার আওতায় করোনায় মৃত ব্যক্তির পরিবার পেতে পারে ২ লক্ষ টাকা!
  • 9/9

এই বিমার ক্ষেত্রে বিমাকারীর পরিবার বা নমিনির অযথা তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। দুশ্চিন্তা করারও দরকার নেই। যাবতীয় বৈধ নথিপত্র জমা দেওয়ার এক মাসের মধ্যেই নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

Advertisement