পয়লা এপ্রিল থেকে নয়া আর্থিক বছর শুরু। আর নতুন আর্থিক বছরেই পকেটে টান পড়বে আম জনতার। বেশ কিছু জিনিসের দাম একলাফে বেড়ে যাচ্ছে ১ এপ্রিল থেকেই। (ফাইল ছবি)
মোবাইলের দাম বাড়ছে
১ এপ্রিল থেকে মোবাইলও দামি হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ঘোষণা করেন, ইলেক্ট্রনিক্স পণ্যের আমদানি শুল্ক বাড়ানো হচ্ছে। এর জেরেই দাম বেড়ে যাচ্ছে মোবাইল ফোনের। বিশেষ করে প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোনের দাম অনেকটাই বাড়বে।
দাম বাড়ছে AC-র
গরমের মধ্যেই দুঃখের খবর হল, এসি ও রেফ্রিজারেটরের দামও বাড়তে পারে পয়লা এপ্রিল থেকে। কারণ, এসি ও ফ্রিজের কাঁচামালের দাম বাড়ছে। যার জেরে এসির দাম দেড় থেকে ২ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে।
গাড়ি হচ্ছে দামি
মারুতি সুজুকি সহ সব গাড়ি সংস্থাগুলি ১ এপ্রিল ২০২১ থেকে গাড়ির দাম বাড়াচ্ছে। মারুতি ছাড়াও গাড়ির দাম বাড়াচ্ছে নিসান ও রেনোঁ-র মতো সংস্থাগুলিও। হিরো ইতিমধ্যেই মোটরবাইক, স্কুটারের দাম বাড়ানোর ঘোষণা করে দিয়েছে। কৃষকদেরও ধাক্কা। কারণ দাম বাড়ছে ট্র্যাক্টরের।
স্টিলের দাম বাড়বে
স্টিলের দাম বাড়বে পয়লা এপ্রিল থেকে। জেএসডব্লু, টাটা স্টিল সহ সব ইস্পাত নির্মাণ সংস্থাই স্টিলের দাম ৪ হাজার টাকা প্রতি টনে বাড়াতে পারে স্টিলের দাম।
প্লেনের ভাড়া বাড়বে
১ এপ্রিল থেকে সিকিউরিটি ফি বাড়াচ্ছে ডিজিসিএ। তার ফলে বেড়ে যাবে প্লেনের ভাড়াও। ঘরোয়া উড়ানে টিকিটের দাম বাড়বে ৫ শতাংশ। আন্তর্জাতিক উড়ানেও ভাড়া লাফে ১২ মার্কিন ডলার বেড়ে যাবে।
পয়লা এপ্রিল থেকে নয়া আর্থিক বছর শুরু। আর নতুন আর্থিক বছরেই পকেটে টান পড়বে আম জনতার। বেশ কিছু জিনিসের দাম একলাফে বেড়ে যাচ্ছে ১ এপ্রিল থেকেই। (ফাইল ছবি)
দামি হচ্ছে বিমার প্রিমিয়াম
১ এপ্রিল থেকে টার্ম বিমা প্রিমিয়াম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিমা কোম্পানিগুলি। তাই পয়লা এপ্রিল থেকে বিমার প্রিমিয়ামও বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
মদের দাম বাড়তে পারে
উত্তরপ্রদেশে ১ এপ্রিল ২০২১ থেকে বাড়তে পারে মদের দাম। ওই রাজ্যে পয়লা থেকে নয়া আফগারি সেশন শুরু হবে। তার জেরে নয়া দামে বিক্রি হবে মদ। তবে বিয়ারের দাম কমতে পারে।