মোটা বেতনে একাধিক শূন্যপদে Station Master নিয়োগ করছে রেল (Indian Railways)। পশ্চিম মধ্য জোনের জন্য এই নিয়োগ চলছে। রেল পুলিশের কর্মীরা এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন না।
গত মাসেই এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল রেল। আজই এই পদে আবেদনের শেষ দিন। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...
রেলের পশ্চিম মধ্য জোনের জন্য মোট ৩৮টি শূন্যপদে Station Master নিয়োগ করার প্রক্রিয়া চলছে। এই নিয়োগ প্রক্রিয়া General Departmental Competitive Examination (GDCI) কোটায় হবে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুধুমাত্র পশ্চিম-মধ্য রেলের কর্মীরাই এই পদের জন্যে আবেদন করতে পারবেন। আবেদনপত্র যদি ৭ জুলাইয়ের মধ্যে জমা জমা পড়ে, সে ক্ষেত্রে ওই আবেদনপত্র বাতিল করা হবে।
এই পদের জন্য মোট ৩৮টি শূন্যপদের মধ্যে তফশিলি জাতির জন্যে ৫টি, তফশিলি উপজাতির জন্যে ৩টি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১২টি আসন সংরক্ষিত রয়েছে। বাকি ১৮টি আসন অসংরক্ষিত রয়েছে।
রেলের পশ্চিম মধ্য জোনের Station Master পদের জন্য যে কোনও বিষয়ে স্নাতক হলেই হবে। এছাড়া নিযুক্ত কর্মীরা লেভেল ৬ (বেতনের স্কেল) অনুযায়ী মাসিক বেতন পাবেন।
আবেদনপত্র গ্রহণ হওয়া ও নিয়োগ পত্র বা বদলির নির্দেশ পাওয়ার পর সেটাই চূড়ান্ত বলে ধার্য করা হবে। একবার নিয়োগ পত্র বা বদলির নির্দেশ জারি হওয়ার পর কোনও কর্মী যদি তাঁর পুরনো কর্মস্থলে থাকতে চান, তাহলে তা কোনও ভাবেই গ্রাহ্য করা হবে না।
নিয়োগের ক্ষেত্রে প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় প্রতিটি ভুল জবাবের জন্যে একের এক-তৃতীয়াংশ করে নেগেটিভ মার্কিং আছে। অর্থাৎ, তিনটি ভুল উত্তরে ১ নম্বর কাটা যাবে।
কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর প্রার্থীদের অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে। অ্যাপ্টিটিউড টেস্টে কোনও নেগেটিভ মার্কিং নেই।