scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

৩২২ শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক; বেতন ৩৫,১৫০ টাকা থেকে শুরু!

RBI Recruitment 2021: ৩২২ শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক
  • 1/10

অফিসার গ্রেড বি (ডিআর) জেনারেল, অফিসার গ্রেড বি (ডিআর) ডিইপিআর এবং অফিসার গ্রেড বি (ডিআর) ডিএসআইএম পদে ৩২২ জনকে নিয়োগ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

RBI Recruitment 2021: ৩২২ শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক
  • 2/10

অফিসার গ্রেড বি (ডিআর) জেনারেল: মোট শূন্যপদের সংখ্যা ২৭০টি, এর মধ্যে অসংরক্ষিত আসন সংখ্যা ১০৮টি, তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৯টি, তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ২৭টি, ওবিসিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৫৯টি, আর্থিক ভাবে দুর্বলদের জন্য ২৭টি আসন সংরক্ষিত রয়েছে।

RBI Recruitment 2021: ৩২২ শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক
  • 3/10

অফিসার গ্রেড বি (ডিআর) ডিইপিআর: মোট শূন্যপদের সংখ্যা ২৯টি, এর মধ্যে অসংরক্ষিত আসন সংখ্যা ১৩, তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৫, তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৩, ওবিসিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৬, আর্থিক ভাবে দুর্বলদের জন্য ২টি আসন সংরক্ষিত রয়েছে।

Advertisement
RBI Recruitment 2021: ৩২২ শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক
  • 4/10

অফিসার গ্রেড বি (ডিআর) ডিএসআইএম: মোট শূন্যপদের সংখ্যা ২৩টি, এর মধ্যে অসংরক্ষিত আসন সংখ্যা ৯টি, তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৫টি, তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৫টি, ওবিসিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৩টি, আর্থিক ভাবে দুর্বলদের জন্য ১টি আসন সংরক্ষিত রয়েছে।

RBI Recruitment 2021: ৩২২ শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক
  • 5/10

শিক্ষাগত যোগ্যতা: উল্লেখিত ৩টি পদের প্রার্থীদের স্নাতক, মাস্টার্স ডিগ্রি বা পিজিডিএম/ এমবিএ ফিনান্স ইত্যাদি ডিগ্রি থাকতে হবে। এ বিষয়ে সবিস্তারে জানতে www.rbi.org.in ওয়েবসাইটে দেওয়া পিডিএফ ফাইল দেখে নিন।

RBI Recruitment 2021: ৩২২ শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক
  • 6/10

বয়সসীমা ও বেতন: ১ জানুয়ারি, ২০২১ তারিখ পর্যন্ত প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এমফিল এবং পিএইচডি ডিগ্রি থাকা প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা যথাক্রমে ৩২ বছর ও ৩৪ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থী ও অন্যান্যদের জন্য সরকারি নিয়মে বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। প্রার্থীদের বেতন ৩৫,১৫০ টাকা থেকে ৬২,৪০০ টাকা।

RBI Recruitment 2021: ৩২২ শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক
  • 7/10

প্রার্থী বাছাই পদ্ধতি: ২টি পর্যায়ে অনলাইনে লিখিত পরীক্ষা এবং অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ৬ মার্চ, ২০২১ তারিখে প্রথম পর্যায়ের অনলাইন পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গের কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, আসানসোল, শিলিগুড়ি, ত্রিপুরার আগরতলা, অসমের গুয়াহাটি, ডিব্রুগড়, জোরহাট, তেজপুর, শিলচর, আন্দামান ও নিকোবরের পোর্ট ব্লেয়ার-সহ দেশের মোট ১৪৬টি পরীক্ষা কেন্দ্রে এই পরিক্ষা হবে।

Advertisement
RBI Recruitment 2021: ৩২২ শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক
  • 8/10

১ এপ্রিল, ২০২১ তারিখে গ্রেড-বি অফিসার (ডিআর) জেনারেল পদের দ্বিতীয় পর্যায়ের (পেপার ওয়ান, টু এবং থ্রি) পরীক্ষা হবে। গ্রেড-বি অফিসার (ডিআর) ডিইপিআর/ ডিএসআইএম পদের দ্বিতীয় পর্যায়ের (পেপার টু এবং থ্রি) অনলাইন/ লিখিত পরীক্ষা হবে ৩১ মার্চ, ২০২১-এ। কলকাতা, গুয়াহাটি, পাটনা-সহ দেশের মোট ২১টি পরীক্ষা কেন্দ্রে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে। গ্রেড-বি অফিসার (ডিআর) জেনারেল পদের তফশিলি, ওবিসিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য নিখরচায় প্রি-এক্সামিনেশন ট্রেনিংয়ের ব্যবস্থা আছে।

RBI Recruitment 2021: ৩২২ শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক
  • 9/10

আবেদনপত্রের ফি এবং ইন্টিমেশন চার্জ বাবদ অনলাইনে মোট ৮৫০ টাকা দিতে হবে। তবে তফশিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ১০০ টাকা দিতে হবে। স্টাফ হলে কিছুই দিতে হবে না।

RBI Recruitment 2021: ৩২২ শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক
  • 10/10

অনলাইনে www.rbi.org.in ওয়েবসাইটের মাধ্যমে ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন জানাতে হবে। এর জন্য পাসপোর্ট মাপের ছবি, সই, বাম হাতের (না থাকলে ডান হাতের) বুড়ো আঙুলের ছাপ এবং নিজের হাতে লেখা ডিক্লারেশন স্ক্যান করে রাখতে হবে। অনলাইনে আবেদন করার সময় এই নথিগুলিও আপলোড করতে হবে।

Advertisement