বর্তমানে রাজ্যের প্রায় ১৫০০ গ্রামীণ গ্রন্থাগারে মোটামুটি ৪,০০০ শূন্য পদ রয়েছে। এর মধ্যে ৭৩৮টি গ্রন্থাগারিকের (Librarian) শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সোমবার রাজ্য গ্রন্থাগার পরিষেবা দপ্তর জানিয়েছে, আগস্ট থেকে ৭৩৮টি গ্রন্থাগারিক (Librarian) পদে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এদিন সাংবাদিক বৈঠকে এই নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেন দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
দীর্ঘদিন ধরে গ্রামীণ গ্রন্থাগারগুলির একটা বড় অংশে গ্রন্থাগারিক (Librarian)-সহ বিভিন্ন পদে কর্মী নেই। এই শূন্য পদের সংখ্যা প্রায় চার হাজার। কর্মীর অভাবে বহু গ্রন্থাগার বন্ধ হয়ে গিয়েছে। তাই এই নিয়োগের সিদ্ধান্ত।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর এখন নতুন করে জেলাওয়াড়ি স্থানীয় লাইব্রেরি অথরিটি গঠন করা হবে। জেলাশাসকের নেতৃত্বে গঠিত ওই কমিটিই এই নিয়োগের দায়িত্বে থাকবে।
এ দিন গ্রন্থাগারমন্ত্রী বলেন, এ বছর জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের খাতে বরাদ্দ বাজেট ২৬.৮৬ কোটি টাকা বাড়িয়ে মোট ৩৮১.৫৬ কোটি টাকা করা হয়েছে।