scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

WB Librarian Recruitment: গ্রামীণ গ্রন্থাগারে ৭৩৮ শূন্যপদে Librarian নিয়োগ করবে রাজ্য সরকার!

WB Librarian Recruitment: গ্রামীণ গ্রন্থাগারে ৭৩৮ শূন্যপদে Librarian নিয়োগ করবে রাজ্য সরকার!
  • 1/6

বর্তমানে রাজ্যের প্রায় ১৫০০ গ্রামীণ গ্রন্থাগারে মোটামুটি ৪,০০০ শূন্য পদ রয়েছে। এর মধ্যে ৭৩৮টি গ্রন্থাগারিকের (Librarian) শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

WB Librarian Recruitment: গ্রামীণ গ্রন্থাগারে ৭৩৮ শূন্যপদে Librarian নিয়োগ করবে রাজ্য সরকার!
  • 2/6

সোমবার রাজ্য গ্রন্থাগার পরিষেবা দপ্তর জানিয়েছে, আগস্ট থেকে ৭৩৮টি গ্রন্থাগারিক (Librarian) পদে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এদিন সাংবাদিক বৈঠকে এই নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেন দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

WB Librarian Recruitment: গ্রামীণ গ্রন্থাগারে ৭৩৮ শূন্যপদে Librarian নিয়োগ করবে রাজ্য সরকার!
  • 3/6

দীর্ঘদিন ধরে গ্রামীণ গ্রন্থাগারগুলির একটা বড় অংশে গ্রন্থাগারিক (Librarian)-সহ বিভিন্ন পদে কর্মী নেই। এই শূন্য পদের সংখ্যা প্রায় চার হাজার। কর্মীর অভাবে বহু গ্রন্থাগার বন্ধ হয়ে গিয়েছে। তাই এই নিয়োগের সিদ্ধান্ত।

Advertisement
WB Librarian Recruitment: গ্রামীণ গ্রন্থাগারে ৭৩৮ শূন্যপদে Librarian নিয়োগ করবে রাজ্য সরকার!
  • 4/6

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর এখন নতুন করে জেলাওয়াড়ি স্থানীয় লাইব্রেরি অথরিটি গঠন করা হবে। জেলাশাসকের নেতৃত্বে গঠিত ওই কমিটিই এই নিয়োগের দায়িত্বে থাকবে।

WB Librarian Recruitment: গ্রামীণ গ্রন্থাগারে ৭৩৮ শূন্যপদে Librarian নিয়োগ করবে রাজ্য সরকার!
  • 5/6

এ দিন গ্রন্থাগারমন্ত্রী বলেন, এ বছর জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের খাতে বরাদ্দ বাজেট ২৬.৮৬ কোটি টাকা বাড়িয়ে মোট ৩৮১.৫৬ কোটি টাকা করা হয়েছে।

WB Librarian Recruitment: গ্রামীণ গ্রন্থাগারে ৭৩৮ শূন্যপদে Librarian নিয়োগ করবে রাজ্য সরকার!
  • 6/6

আগামী ১ আগস্ট থেকে প্রতি সপ্তাহে সোমবার আর বুধবার কোভিড বিধি মেনে ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে গ্রন্থাগারগুলি খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ই-গ্রন্থালয় প্রকল্পও দ্রুত বাস্তবায়নের পথে নিয়ে যাওয়া হচ্ছে।

Advertisement