scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Rise of Sensex: কীভাবে ধাপে ধাপে ৫০ হাজারের গণ্ডি পেরল Sensex! দেখে নিন

Rise of Sensex: কীভাবে ধাপে ধাপে ৫০ হাজারের গণ্ডি পেরল Sensex!
  • 1/8

দেশের শেয়ার বাজারে নতুন ইতিহাস গড়ল Sensex। প্রথমবার ৫০ হাজারের গণ্ডি পেরল Sensex।

Rise of Sensex: কীভাবে ধাপে ধাপে ৫০ হাজারের গণ্ডি পেরল Sensex!
  • 2/8

বৃহস্পতিবার শেয়ার বাজার খোলার পর পরই প্রায় ২৩০ পয়েন্ট উঠে ৫০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) Sensex সূচক।

Rise of Sensex: কীভাবে ধাপে ধাপে ৫০ হাজারের গণ্ডি পেরল Sensex!
  • 3/8

বৃহ্স্পতিবার বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই (প্রি-ওপেন সেশনে) নতুন রেকর্ড তৈরি হয়। দেশের শেয়ার বাজারের ইতিহাসে প্রথমবার ৫০ হাজারের গণ্ডি পার করে যায় Sensex। দেখে নিন কী ভাবে ধাপে ধাপে ৫০ হাজারের গণ্ডি পেরল Sensex...

Advertisement
Rise of Sensex: কীভাবে ধাপে ধাপে ৫০ হাজারের গণ্ডি পেরল Sensex!
  • 4/8

৬ ফেব্রুয়ারি, ২০০৬ সাল: ১০ হাজারের গণ্ডি পেরিয়েছিল Sensex। সে বারের সেশন ছিল ৫,৯৪২।

Rise of Sensex: কীভাবে ধাপে ধাপে ৫০ হাজারের গণ্ডি পেরল Sensex!
  • 5/8

২৯ অক্টোবর, ২০০৭ সাল: ২০ হাজারের গণ্ডি পেরিয়েছিল Sensex। সে বারের সেশন ছিল ৪৩২। এর পর প্রায় ৮ বছর ২০ থেকে ২৯ হাজারের মধ্যেই ঘোরাফেরা করেছে Sensex সূচক।

Rise of Sensex: কীভাবে ধাপে ধাপে ৫০ হাজারের গণ্ডি পেরল Sensex!
  • 6/8

৪ মার্চ, ২০১৫ সাল: ৩০ হাজারের গণ্ডি পেরোয় Sensex। সে বারের সেশন ছিল ১৮২০।

Rise of Sensex: কীভাবে ধাপে ধাপে ৫০ হাজারের গণ্ডি পেরল Sensex!
  • 7/8

২৩ মে, ২০১৯ সাল: দীর্ঘ চার বছর পর ৩০ হাজারের গণ্ডি পেরিয়ে থেকে ৪০ হাজারের মাইলস্টোন ছুঁয়ে ফেলে Sensex। সে বারের সেশন ছিল ১০৪২।

Advertisement
Rise of Sensex: কীভাবে ধাপে ধাপে ৫০ হাজারের গণ্ডি পেরল Sensex!
  • 8/8

২১ জানুয়ারি, ২০২১ সাল: করোনা মহামারি, বেকারত্ব, অর্থনৈতিক বিপর্যয় পেরিয়ে দেশের শেয়ার বাজারের ইতিহাসে প্রথমবার ৪১৫টি সেশনে ৫০ হাজারের গণ্ডি পার করে যায় Sensex। এখনও পর্যন্ত এটাই Sensex-এর সবচেয়ে বড় লাফ!

Advertisement