scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Rose Day: কোন উপলক্ষে কোন রঙের গোলাপ উপহার দেওয়া চলে জানেন?

Rose Day: কোন উপলক্ষে কোন রঙের গোলাপ উপহার দেওয়া চলে জানেন?
  • 1/8

শুরু হয়ে গেল Valentines Week। প্রেমের সপ্তাহ। আর ৭ ফেব্রুয়ারি Rose Day দিয়েই শুরু হয় ভালবাসা সপ্তাহ। বিনা বাক্য ব্যয়ে ভালবাসার ভাষা বোঝাতে অনেকেই ভরসা রাখেন গোলাপের উপর। যে কোনও উপলক্ষে উপহার হিসেবে দেওয়া চলে গোলাপ। তাই উপহার হিসেবে এই ফুলের চাহিদা সবচেয়ে বেশি। তবে জানেন কি লাল, হলুদ, গোলাপি, সাদা— এমন নানান রঙের গোলাপের সঙ্গেই বদলে যায় উপহার দেওয়ার কারণ, মর্মার্থ! কোন উপলক্ষে কোন রঙের গোলাপ উপহার দেবেন ভাবছেন? জেনে নিন কোন রঙের গোলাপ কীসের প্রতীক...

Rose Day: কোন উপলক্ষে কোন রঙের গোলাপ উপহার দেওয়া চলে জানেন?
  • 2/8

লাল গোলাপ: প্রেমের গল্পে, কবিতায় ঘুরে ফিরে বার বার উল্লেখ করা হয়েছে লাল গোলাপের কথা। এই গোলাপ ভালবাসা, সৌন্দর্যের প্রতীক। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে প্রেম নিবেদনের ধরণ। তবুও লাল গোলাপের চাহিদা কিন্তু বেড়েছে!

Rose Day: কোন উপলক্ষে কোন রঙের গোলাপ উপহার দেওয়া চলে জানেন?
  • 3/8

গোলাপি গোলাপ: গোলাপি গোলাপ কৃতজ্ঞতা, ভালবাসা, স্বীকৃতির প্রতীক। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে কৃতজ্ঞতা জানাতে গোলাপি গোলাপ দেওয়া যেতে পারে।

Advertisement
Rose Day: কোন উপলক্ষে কোন রঙের গোলাপ উপহার দেওয়া চলে জানেন?
  • 4/8

কমলা গোলাপ: কমলা রঙের গোলাপ আবেগ, উদ্দীপনা, উৎসাহের প্রতীক। সহকর্মী, সহযোদ্ধাকে উদ্বুদ্ধ করতে কমলা রঙের গোলাপ ব্যবহার করা যেতে পারে। এই রঙের গোলাপ উপহার দিয়ে সঙ্গীকে বোঝানো যেতে পারে যে, আপনি তাঁর পাশে আছেন।

Rose Day: কোন উপলক্ষে কোন রঙের গোলাপ উপহার দেওয়া চলে জানেন?
  • 5/8

সাদা গোলাপ: সাধারণত শোকজ্ঞাপনে সাদা ফুল ব্যবহার করা হলেও সাদা গোলাপের গুরুত্ব অনেক গভীর! সাদা গোলাপ নতুন জীবন শুরুর প্রতীক, আধ্যাত্মিকতারও প্রতীক এই রঙের গোলাপ। মৃতহেদ বা কবরের উপর সাদা গোলাপ রাখার অর্থ তাঁকে গভীর ভাবে স্মরণ করা। তবে শুধু মৃত ব্যক্তির ক্ষেত্রেই নয়, যে কোনও ব্যক্তি, বন্ধুকে মিস করলে তাঁকেও সাদা গোলাপ পাঠিয়ে মনের অবস্থা জানানো যেতে পারে।

Rose Day: কোন উপলক্ষে কোন রঙের গোলাপ উপহার দেওয়া চলে জানেন?
  • 6/8

হলুদ গোলাপ: হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্ককে বোঝাতে এই রঙের গোলাপ দেওয়া যেতে পারে। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও এই রঙের গোলাপ ব্যবহার করা হয়।

Rose Day: কোন উপলক্ষে কোন রঙের গোলাপ উপহার দেওয়া চলে জানেন?
  • 7/8

পার্পল গোলাপ: পার্পল রং আভিজাত্যের প্রতীক। সম্মানীয়, আভিজাত, গুণী মানুষকে সম্মান জানাতে এই রঙের গোলাপ দেওয়া হয়।

Advertisement
Rose Day: কোন উপলক্ষে কোন রঙের গোলাপ উপহার দেওয়া চলে জানেন?
  • 8/8

পিচ গোলাপ: পিচ রঙের গোলাপ আরোগ্যের প্রতীক। অসুস্থ ব্যক্তির দ্রুত আরোগ্য কামনায় পিচ রঙের গোলাপ দেওয়া যেতে পারে। আন্তরিকতা, সততা, সহমর্মিতা বোঝাতে এই রঙের গোলাপ উপহার দেওয়া যেতে পারে।

Advertisement