scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

RRC Western Railway Recruitment: ৩,৫৯১ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে রেল, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ!

RRC Western Railway Recruitment: ৩৫৯১ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিচ্ছে রেল, যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 1/9

আপনি দশম শ্রেণি পাশ? বয়স ২৪ বছরের মধ্যে? তাহলে রেলে কাজের সুযোগ রয়েছে আপনার জন্য। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ট্রেডে মোট ৩৯৫১ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে রেল।

RRC Western Railway Recruitment: ৩৫৯১ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিচ্ছে রেল, যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 2/9

গত ২৪ মে থেকে অ্যাপ্রেন্টিস নিয়োগের আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ন্যূনতম দশম শ্রেণি পাশ হলেই মিলতে পারে কাজের সুযোগ। চলুন এই নিয়োগের খুঁটিনাটি জেনে নেওয়া যাক...

RRC Western Railway Recruitment: ৩৫৯১ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিচ্ছে রেল, যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 3/9

কারপেন্টার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ফিটার, পেন্টার, মেক্যানিক, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, প্রোগ্রামিং ও সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, রেফিজ্রারেটর ও এসি মেকানিক, ওয়ারম্যান, পাইপ ফিটার, স্টেনোগ্রাফার, ড্রাফটসম্যান ও প্লাম্বার ট্রেডে নিয়োগ করা হবে।

Advertisement
RRC Western Railway Recruitment: ৩৫৯১ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিচ্ছে রেল, যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 4/9

শিক্ষাগত যোগ্যতা: উল্লেখিত ট্রেডগুলির ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম দশম শ্রেণি পাশ অথবা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

RRC Western Railway Recruitment: ৩৫৯১ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিচ্ছে রেল, যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 5/9

শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি আবেদনকারীর কাছে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি অথবা এসসিভিটি সার্টিফিকেট থাকতে হবে। যাঁদের কাছে এই সার্টিফিকেট নেই, তাঁরা উল্লেখিত ট্রেডগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবেন না।

RRC Western Railway Recruitment: ৩৫৯১ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিচ্ছে রেল, যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 6/9

আবেদনকারীর বয়সসীমা ও স্টাইপেন: ২৪ জুন, ২০২১ তারিখ পর্যন্ত হিসাব অনুযায়ী, আবেদনকারীর বয়স ২৪ বছরের মধ্যে হতে হবে। অ্যাপ্রেন্টিস করার সময় স্টাইপেন বাবদ প্রতি মাসে মিলবে ৪,০০০ টাকা থেকে ৮০০০ টাকা।

RRC Western Railway Recruitment: ৩৫৯১ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিচ্ছে রেল, যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 7/9

ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৫ জুন, ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের জন্য রেলের ওয়েবসাইটে (https://www.rrc-wr.com) গিয়ে আবেদন করতে হবে।

Advertisement
RRC Western Railway Recruitment: ৩৫৯১ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিচ্ছে রেল, যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 8/9

আবেদনের জন্য প্রার্থীদের ফি বাবদ অনলাইনে ১০০ টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি-উপজাতি ও ওসিবিদের ক্ষেত্রে আবেদনের জন্য কোনও ফি লাগবে না।

RRC Western Railway Recruitment: ৩৫৯১ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিচ্ছে রেল, যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 9/9

আবেদনের পর একটি রেজিস্ট্রেশন স্লিপ পাওয়া যাবে। এটি নিয়োগের পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তাই রেখে দিতে হবে। এই নিয়োগের সম্পর্কে আরও জানতে রেলের ওয়েবসাইটে (https://www.rrc-wr.com) নজর রাখুন।

Advertisement