দেশের অর্থনীতির হাল ফেরাতে একাধিক পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। করোনার দুর্যোগের সময় থেকে সঞ্চয়ের ক্ষেত্রে স্বস্তি দিতে সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণদের জন্য Fixed Deposit-এ বাড়তি সুদ দিচ্ছে দেশের একাধিক প্রথম সারির ব্যাঙ্ক।
দেশের প্রবীণদের কিছুটা স্বস্তি দিতে ২০২০ সালের মে মাসে বিশেষ স্থায়ী আমানতের (Fixed Deposit) প্রকল্প চালু করে SBI। পরবর্তীকালে দেশের অন্যান্য সরকারি ব্যাঙ্ক-সহ HDFC ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্কেও প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদের বিশেষ স্থায়ী আমানতের (Fixed Deposit) প্রকল্প চালু করে।
সম্প্রতি SBI এবং HDFC ব্যাঙ্ক তাদের প্রবীণ গ্রাহকদের জন্য চলা বিশেষ স্থায়ী আমানতের (Fixed Deposit) প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধির কথা ঘোষণা করেছে।
এই সিদ্ধান্তের ফলে SBI এবং HDFC ব্যাঙ্কের প্রবীণ গ্রাহকদের তাঁদের সঞ্চয়ের ক্ষেত্রে বাড়তি সুদ প্রাপ্তির মেয়াদ বাড়ল। SBI এবং HDFC ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে কিছুটা স্বস্তিতে ব্যাঙ্কের প্রবীণ গ্রাহকরা।
SBI Wecare Deposit স্কিমের আওতায় ৫ বছর বা তার বেশি মেয়াদের স্থায়ী আমানতে (Fixed Deposit) অতিরিক্ত ৩০ বেসিস পয়েন্ট প্রিমিয়াম পান বয়স্ক প্রবীণ নাগরিকরা।
আগামী ৩০ জুন পর্যন্ত প্রবীণ নাগরিকরা SBI Wecare Deposit স্কিমের আওতায় সাধারণ নাগরিকদের তুলনায় অতিরিক্ত ৮০ বেসিস পয়েন্ট অতিরিক্ত রিটার্ন পাবেন।
এমনিতে ৫ থেকে ১০ বছরের স্থায়ী আমানতে বর্তমানে SBI সাধারণ নাগরিকদের ৫.৪০ শতাংশ হারে সুদ দেয়। সেখানে SBI Wecare Deposit স্কিমে প্রবীণ নাগরিকদের সুদের হার ৬.২০ শতাংশ।
প্রবীণ গ্রাহকদের HDFC ব্যাঙ্কের ওই বিশেষ প্রকল্পের নাম HDFC Bank Senior Citizen Care। এই প্রকল্পের আওতায় প্রবীণদের ০.৭৫ শতাংশ বাড়তি সুদ দিচ্ছে HDFC Bank।