দেশের অর্থনীতির হাল ফেরাতে একাধিক পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। করোনার দুর্যোগের সময় থেকে সঞ্চয়ের ক্ষেত্রে স্বস্তি দিতে সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণদের জন্য Fixed Deposit-এ বাড়তি সুদ দিচ্ছে দেশের একাধিক প্রথম সারির ব্যাঙ্ক।
দেশের প্রবীণদের কিছুটা স্বস্তি দিতে ২০২০ সালের মে মাসে বিশেষ স্থায়ী আমানতের (Fixed Deposit) প্রকল্প চালু করে SBI। পরবর্তীকালে দেশের অন্যান্য সরকারি ব্যাঙ্ক-সহ HDFC ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্কেও প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদের বিশেষ স্থায়ী আমানতের (Fixed Deposit) প্রকল্প চালু করে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), HDFC ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব বরোদার (BoB) প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ Fixed deposit scheme সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি, ICICI ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য তার Golden Years FD Scheme অক্টোবর, ২০২১ পর্যন্ত বাড়িয়েছে।
সুদের হার ক্রমশ কমা সত্ত্বেও এই ব্যাঙ্কগুলি প্রবীণ নাগরিকদের জন্য ৫ বছরে বা তার বেশি মেয়াদের বিশেষ FD স্কিম চালু করেছিল। চলুন জেনে নেওয়া যাক যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব বরোদা (BoB) প্রবীণ নাগরিকদের কত শতাংশ করে সুদ দিচ্ছি...
ICICI Bank Golden Years FD Scheme: ICICI ব্যাঙ্কের প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ FD স্কিম - ICICI ব্যাঙ্ক Golden Years FD স্কিম বেশি হারে সুদ দেয়। ICICI ব্যাঙ্কের এই বিশেষ FD স্কিম ৬.৩০ শতাংশ সুদ পাচ্ছে।
SBI We Care: প্রবীণ নাগরিকদের জন্য SBI-এর বিশেষ এফডি স্কিম - We Care - প্রবীণ নাগরিকদের তাদের স্থায়ী আমানতে ৫ বছর বা তার বেশি মেয়াদের জন্য অতিরিক্ত ৩০ BPS সুদের হার প্রদান করে। বর্তমানে, SBI সাধারণ জনগণকে ৫ বছরের এফডি-তে ৫.৪ শতাংশ সুদ দেয়। যদি একজন সিনিয়র সিটিজেন স্পেশাল এফডি স্কিমের অধীনে Fixed Deposit করেন, তাহলে স্থায়ী আমানতে প্রযোজ্য সুদের হার হবে ৬.২০ শতাংশ।
HDFC Senior Citizen Care: প্রবীণ নাগরিকদের জন্য HDFC ব্যাঙ্কের বিশেষ এফডি স্কিমকে বলা হয় HDFC Senior Citizen Care। ব্যাঙ্ক এই আমানতের উপর ৭৫ BPS উচ্চ হারে সুদ দেয়। যদি একজন প্রবীণ নাগরিক HDFC ব্যাঙ্কের Senior Citizen Care স্থায়ী আমানতের অধীনে Fixed Deposit করেন, তাহলে স্থায়ী আমানতে প্রযোজ্য সুদের হার হবে ৬.২৫ শতাংশ।