scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

SBI MODS: স্টেট ব্যাঙ্কের মাল্টি অপশন ডিপোজিট স্কিমের সুবিধা পাবেন কীভাবে! জেনে নিন

SBI Multi Option Deposit Scheme: জানুন SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিমের সুবিধা পাবেন কীভাবে!
  • 1/9

দেশজুড়ে চলা করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল দেশের অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা। অর্থনৈতিক গবেষণা সংস্থা CMIE-র সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, মে মাসের প্রথম দুই সপ্তাহে দেশের বেকারত্বের হার এপ্রিলের দ্বিগুণ হয়ে গিয়েছে!

SBI Multi Option Deposit Scheme: জানুন SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিমের সুবিধা পাবেন কীভাবে!
  • 2/9

এই দুর্যোগের পরিস্থিতিতে সঞ্চয়ের গুরুত্ব মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বিপর্যয়ের সময়েই মানুষের সঞ্চয় কাজে লাগে। দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ সুনিশ্চিত ও সুরক্ষিত আয়ের উৎস হিসাবে Fixed Deposit বা স্থায়ী আমানতের উপর ভরসা রাখেন।

SBI Multi Option Deposit Scheme: জানুন SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিমের সুবিধা পাবেন কীভাবে!
  • 3/9

কিন্তু তাই বলে আর্থিক সঙ্কটে Fixed Deposit ভেঙে ফেলা মোটেই বুদ্ধিমানের কাজ নয়! কিন্তু করোনা চিকিৎসার বিপুল খরচের চাপে অনেকেই Fixed Deposit ভেঙে ফেলে টাকা তুলতে বাধ্য হচ্ছেন। 

Advertisement
SBI Multi Option Deposit Scheme: জানুন SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিমের সুবিধা পাবেন কীভাবে!
  • 4/9

বিপর্যয়ের সময়েও যাতে গ্রাহকদের Fixed Deposit ভাঙতে না হয়, তার জন্যে মাল্টি অপশন ডিপোজিট স্কিম (MODS)-এর সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। শুধু তাই নয়, টাকা তুলে নেওয়ার পরেও MODS-এর মাধ্যমে অবশিষ্ট টাকার উপর পুরনো হারেই সুদ পাবেন গ্রাহক।

SBI Multi Option Deposit Scheme: জানুন SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিমের সুবিধা পাবেন কীভাবে!
  • 5/9

কী এই মাল্টি অপশন ডিপোজিট স্কিম (MODS)? এই মাল্টি অপশন ডিপোজিট স্কিমে Fixed Deposit না ভেঙেও এর থেকেই প্রয়োজন মতো ATM থেকে টাকা তুলতে পারবেন গ্রাহক।

SBI Multi Option Deposit Scheme: জানুন SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিমের সুবিধা পাবেন কীভাবে!
  • 6/9

স্টেট ব্যাঙ্কের (SBI) এই মাল্টি অপশন ডিপোজিট স্কিম (MODS) হল এক ধরণের টার্ম ডিপোজিট। এই টার্ম ডিপোজিট গ্রাহকের কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে। এর ফলে নির্দিষ্ট অ্যাকাউন্টে যৎসামান্য টাকা পড়ে থাকলেও তা থেকে প্রয়োজন মতো টাকা ATM থেকেই তোলা যায়।

SBI Multi Option Deposit Scheme: জানুন SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিমের সুবিধা পাবেন কীভাবে!
  • 7/9

স্টেট ব্যাঙ্কের (SBI) এই স্কিমে (MODS) গ্রাহক ১ বছর থেকে ৫ বছর সময়কালের জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। এই মাল্টি অপশন ডিপোজিট স্কিমে (MODS) প্রিমিয়ার উইথড্রলের সুবিধাও রয়েছে।

Advertisement
SBI Multi Option Deposit Scheme: জানুন SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিমের সুবিধা পাবেন কীভাবে!
  • 8/9

স্টেট ব্যাঙ্কের (SBI) এই স্কিমে গ্রাহক সর্বনিম্ন ১০,০০০ টাকা Fixed Deposit করতে পারেন। MODS-এ বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। একটি Fixed Deposit অ্যাকাউন্ট খোলার পরে মাল্টি অপশন ডিপোজিট স্কিমে (MODS) ১,০০০ টাকা জমা দেওয়া যাবে।

SBI Multi Option Deposit Scheme: জানুন SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিমের সুবিধা পাবেন কীভাবে!
  • 9/9

স্টেট ব্যাঙ্কের (SBI) এই মাল্টি অপশন ডিপোজিট স্কিমে (MODS) অ্যাকাউন্ট ব্যাঙ্কের এক শাখা থেকে অন্য শাখায় ট্রান্সফার করা যায়। তবে MODS-এর সঙ্গে লিঙ্ক করা অ্যাকাউন্টে ন্যূনতম মাসিক গড় ব্যালান্স বজায় রাখা বাধ্যতামূলক।

Advertisement