ছয় হাজারেরও বেশি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলুন এই নিয়োগ সম্পর্কে জেনে নিন আরও খুঁটিনাটি তথ্য...
মোট ৬,১০০ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক (SBI)। এর মধ্যে সাধারণ (জেনারেল) প্রার্থীদের জন্য (অসংরক্ষিত) আসন সংখ্যা ২,৫৭৭টি।
স্টেট ব্যাঙ্কের (SBI) অ্যাপ্রেন্টিস হিসাবে সংরক্ষিত আসনের মধ্যে ৬০৪টি আসন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১৩৭৫টি আসন, তফশিলিজাতিদের জন্য ৯৭৭টি আসন এবং তফশিলি উপজাতিদের জন্য ৯৭৭টি আসন সংরক্ষিত রয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়ে গিয়েছে। প্রার্থীদের অনলাইনে আবেদন জমা করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যে কোনও শাখার স্নাতক ডিগ্রি থাকতে হবে। যাঁরা এখনও স্নাতক হননি, তবে চূড়ান্ত বর্ষে বা শেষ সেমেস্টারে রয়েছেন, তাঁরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে পাস সার্টিফিকেট জমা দিতে হবে।
আবেদনকারী প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লিখিত পরীক্ষায় পাস করতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের স্থানীয় বা আঞ্চলিক ভাষায় দখল থাকতে হবে।
বয়সসীমা: ৩১ অক্টোবর ২০২০-র হিসাবে, যাঁদের বয়স ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে, তাঁরাই এই অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে পারবেন। অ্যাপ্রেন্টিস নিযুক্ত হওয়ার পর এক বছরের প্রবেশন পিরিয়ডে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বেতন: স্টেট ব্যাঙ্কের অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্তদের মাসিক স্টাইপেন্ড ১৫,০০০ টাকা। নিয়োগের পরবর্তী এক বছর পর্যন্ত অন্য কোনও ভাতা বা বিশেষ সুবিধা মিলবে না।