scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

SECR Recruitment 2021: আপনি মাধ্যমিক পাশ? স্পোর্টস কোটায় চাকরির সুযোগ দিচ্ছে রেল!

Sports Quota Recruitment: আপনি মাধ্যমিক পাশ? স্পোর্টস কোটায় চাকরির সুযোগ দিচ্ছে রেল!
  • 1/9

খেলোয়াড় (স্পোর্টস) কোটায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে দক্ষিণ-পূর্ব-মধ্য রেল (SECR)। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৬টি আসনে লেভেল ২, ৩, ৪ এবং ৫ পদে কর্মী নিয়োগ করা হবে।

Sports Quota Recruitment: আপনি মাধ্যমিক পাশ? স্পোর্টস কোটায় চাকরির সুযোগ দিচ্ছে রেল!
  • 2/9

অ্যাথলেটিক্স, তিরন্দাজ, পাওয়ার লিফটিং, বাস্কেটবল, বক্সিং গল্ফের মতো খেলার সঙ্গে রাজ্য বা জাতীয় স্তরে যুক্ত খেলোয়াড়রা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সপ্তম পে কমিশনের হারে নির্বাচিত কর্মীদের বেতন দেওয়া হবে।

Sports Quota Recruitment: আপনি মাধ্যমিক পাশ? স্পোর্টস কোটায় চাকরির সুযোগ দিচ্ছে রেল!
  • 3/9

শিক্ষাগত যোগ্যতা (লেভেল ২ এবং ৩): নন-টেকনিকাল পোস্টের জন্য আবেদনকারীকে যে কোনও সরকার অনুমোদিত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। টেকনিকাল পোস্টের জন্য আইটিআই পাশ-সহ যে কোনও সরকার অনুমোদিত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ হতে হবে।

Advertisement
Sports Quota Recruitment: আপনি মাধ্যমিক পাশ? স্পোর্টস কোটায় চাকরির সুযোগ দিচ্ছে রেল!
  • 4/9

শিক্ষাগত যোগ্যতা (লেভেল ২ এবং ৩): যাঁরা দশম শ্রেণি পাশ করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের বিবেচনা করা হবে টেকনিশিয়ান ক্যাটেগরির জন্য। সংশ্লিষ্ট শাখায় আইটিআই পাশ না করলে নির্বাচিত প্রার্থীদের তিন বছরের প্রশিক্ষণ নিতে হবে।

Sports Quota Recruitment: আপনি মাধ্যমিক পাশ? স্পোর্টস কোটায় চাকরির সুযোগ দিচ্ছে রেল!
  • 5/9

শিক্ষাগত যোগ্যতা (লেভেল ৪ এবং ৫): যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আবেদনকারীকে স্নাতক হতে হবে। পদার্থ বিজ্ঞানে বিএসসি (অনার্স) প্রথম বর্ষে পড়তে হবে বা বিজ্ঞান (পদার্থ বিজ্ঞান এবং অঙ্ক) নিয়ে দ্বাদশ শ্রেণিতে পড়তে হবে।

Sports Quota Recruitment: আপনি মাধ্যমিক পাশ? স্পোর্টস কোটায় চাকরির সুযোগ দিচ্ছে রেল!
  • 6/9

শিক্ষাগত যোগ্যতা (লেভেল ৪ এবং ৫): স্টেনোগ্রাফির জন্য দ্বাদশ শ্রেণি পাশ হওয়া জরুরি। লেভেল ৫-এর জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।

Sports Quota Recruitment: আপনি মাধ্যমিক পাশ? স্পোর্টস কোটায় চাকরির সুযোগ দিচ্ছে রেল!
  • 7/9

আবেদনকারী বয়সসীমা: আবেদনকারীদের বয়স ১ জুলাই, ২০২১ অনুযায়ী, ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
Sports Quota Recruitment: আপনি মাধ্যমিক পাশ? স্পোর্টস কোটায় চাকরির সুযোগ দিচ্ছে রেল!
  • 8/9

আবেদনের ফি: আবেদন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তফসিলি জাতি-উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি আর মহিলা প্রার্থীদের আবেদনের ফি ২৫০ টাকা। যে যোগ্য প্রার্থীরা ট্রায়ালে বসবেন, ব্যাঙ্কের চার্জ কেটে তাঁদের টাকা ফেরত দেওয়ার বিধি আছে।

Sports Quota Recruitment: আপনি মাধ্যমিক পাশ? স্পোর্টস কোটায় চাকরির সুযোগ দিচ্ছে রেল!
  • 9/9

আবেদনের পদ্ধতি: প্রথমে দক্ষিণ-পূর্ব-মধ্য রেল (SECR)-এর অফিসিয়াল ওয়েবসাইট secr.indianrailways.gov.in-এ গিয়ে 'Recruitment'-এ ক্লিক করুন। এর পর 'RRC Bilaspur' বেছে নিয়ে 'Sports Quota (2020-21)'-এ ক্লিক করুন। তার পর নির্দেশ মেনে আবেদন করুন। আবেদন করতে হবে ২৩ ফেব্রুয়ারির মধ্যে।

Advertisement