scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

ফের ঊর্ধ্বমুখী Sensex! বাজেটের পর থেকেই চাঙ্গা শেয়ার বাজার

ফের ঊর্ধ্বমুখী Sensex! বাজেটের পর থেকেই চাঙ্গা শেয়ার বাজার
  • 1/6

সোমবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)  এ বছরের সাধারণ বাজেট  (Budget 2021) পেশ করেন৷ এই বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর একাধিক বড় ঘোষণায় শেয়ার বাজারের সূচক ফের ঊর্ধ্বমুখী!

ফের ঊর্ধ্বমুখী Sensex! বাজেটের পর থেকেই চাঙ্গা শেয়ার বাজার
  • 2/6

মঙ্গলবার শেয়ার বাজার খোলার পর থেকেই এক হাজারেরও বেশি পয়েন্ট উঠে ৫০ হাজারের গণ্ডি পেরোয় (৫০১৩২.৭৭ পয়েন্ট) বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) Sensex সূচক।

ফের ঊর্ধ্বমুখী Sensex! বাজেটের পর থেকেই চাঙ্গা শেয়ার বাজার
  • 3/6

একই সঙ্গে পাল্লা দিয়ে উর্ধ্বমুখী বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) Nifty সূচকও। Nifty ৩১৬ পয়েন্ট উঠে ১৪,৫৯৭-তে পৌঁছেছে।

Advertisement
ফের ঊর্ধ্বমুখী Sensex! বাজেটের পর থেকেই চাঙ্গা শেয়ার বাজার
  • 4/6

বাজেটের দিন Sensex বন্ধ হয়েছিল ৪৮,৬০০.৬১ পয়েন্টে৷ Nifty ৬৪৬.৬০ পয়েন্ট (৪.৭৪ শতাংশ) বৃদ্ধি পেয়ে ১৪,২৮১.২০-তে বন্ধ হয়৷ গতকাল বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সমস্ত সেক্টরেই কেনাবেচা খুব ভাল হয়৷

ফের ঊর্ধ্বমুখী Sensex! বাজেটের পর থেকেই চাঙ্গা শেয়ার বাজার
  • 5/6

১৯৯৯ সালে Sensex বেড়েছিল ৫.১৩ শতাংশ৷ তারপর বাজেট পেশের পর শেয়ার বাজারে এত বড় উত্থান এই প্রথমবার! এর আগে Sensex-এর পয়েন্টে এর চেয়ে বেশি উন্নতি হয়েছিল ১৯৯৯ সালে৷

ফের ঊর্ধ্বমুখী Sensex! বাজেটের পর থেকেই চাঙ্গা শেয়ার বাজার
  • 6/6

মঙ্গলবারর বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই (প্রি-ওপেন সেশনে) ৫০ হাজারের গণ্ডি পার করে যায় Sensex। বাজেটের পর লগ্নির ক্ষেত্রে উৎসাহ বেড়েছে। বিশেষত, বিদেশি আর্থিক সংস্থাগুলির লগ্নি বাড়তে শুরু করেছে। যার প্রভাব পড়ছে শেয়ার বাজারে।

Advertisement