বৃহস্পতিবার শেয়ার বাজার খোলার পর পরই প্রায় ২৩০ পয়েন্ট উঠে ৫০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) Sensex সূচক।
একই সঙ্গে পাল্লা দিয়ে উর্ধ্বমুখী ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) Nifty সূচকও। ইতিমধ্যেই Sensex ৫০,১২৭ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে Nifty ১০০ পয়েন্ট উঠে ১৪,৭৩৮-তে পৌঁছেছে।
বুধবার বিকেলে বাজার বন্ধের সময় রেকর্ড গড়ে Sensex বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) ৪৯,৭৯২.১২ পয়েন্টে পৌঁছে গিয়েছিল।
বৃহ্স্পতিবার বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই (প্রি-ওপেন সেশনে) নতুন রেকর্ড তৈরি হয়। দেশের শেয়ার বাজারের ইতিহাসে প্রথমবার ৫০ হাজারের গণ্ডি পার করে যায় Sensex।
বাজার বিশেষজ্ঞদের মতে, করোনা টিকার বাজারে আসার ফলে গত কয়েকদিন ধরেই উর্ধ্বমুখী হচ্ছিল বিশ্বের শেয়ার বাজার। ভারতেও একই প্রবণতা ধরা পড়েছে।
করোনা টিকার বাজারে আসার ফলে লগ্নির ক্ষেত্রে উৎসাহ বেড়েছে। বিশেষত, বিদেশি আর্থিক সংস্থাগুলির লগ্নি বাড়তে শুরু করেছিল। তার জেরেই Sensex ৫০,০০০-এর শিখর ছুঁয়ে ফেলল বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ।