Local Train Cancel Alert: আগামিকাল, অর্থাৎ শনিবার শিয়ালদহ মেইন শাখায় রেললাইনের মেরামতির কাজ চলবে। সেই জন্য রবিবার ভোর পর্যন্ত এই শাখার বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
পূর্বরেল সূত্রে খবর, শিয়ালদহ-নৈহাটি শাখায় অগ্রাধিকারের ভিত্তিতে কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, শিয়ালদহ মেইন লাইনে এটিই অন্যতম ব্যস্ত শাখা। এই শাখায় প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী শহর থেকে শহরতলির বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।
যাত্রীদের নিরাপত্তার খাতিরে শনিবার রাত ১০টা থেকে থেকে রবিবার ভোর পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে লাইনের মেরামতির কাজ চলবে। যাত্রীদের স্বার্থে নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন দায়িত্বে থাকা ইঞ্জিনিয়াররা।
শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বেশ কয়েক ঘণ্টা এই মেইন লাইনের মেরামতির কাজের জন্য কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে তা নিত্যযাত্রীদের জেনে নেওয়া জরুরি...
পূর্বরেল সূত্রে জানানো হয়েছে যে, লাইন মেরামতের জন্য শনিবার রাত ১০টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এই সময়ের মধ্যে বাতিল হচ্ছে এক জোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল এবং শিয়ালদহ-নৈহাটি লোকাল।
পূর্বরেল সূত্রে খবর, জানা গিয়েছে, বাতিলের আঁচ পড়তে চলেছে বারাকপুর-নৈহাটি সেকশনেও। রেল লাইনের মেরামতির কাজের জন্য বারাকপুর-নৈহাটি সেকশনের আপ ও ডাউন মিলিয়ে ২ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
পূর্বরেল সূত্রে জানানো হয়েছে যে, ট্রেন বাতিলের পাশাপাশি লাইন মেরামতের জেরে বেশ কিছু লোকাল ট্রেনের সূচিও বদল করা হয়েছে বা পিছিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকালও রয়েছে।