scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

যাকে খুশি DP দেখান, যাকে ইচ্ছে নয়, দেখাবেন না, Whatsapp-এ নয়া ফিচার

হোয়াটস্যাপে নতুন ফিচার
  • 1/6

হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার যুক্ত করতে থাকে। চলতি মাসের শুরুতেই হোয়াটসঅ্যাপ বেশ কিছু ফিচার অ্যাড করেছে। যা ব্যবহারকারীদের বেশি করে প্রাইভেসি দেবে।

হোয়াটস্যাপে নতুন ফিচার
  • 2/6

এর জন্য WhatsApp তার অ্যাপ-এ নতুন ফিচার My Contacts Except জারি করেছে। একটি রিপোর্ট অনুযায়ী এই ফিচার এখনও পর্যন্ত শুধু মাত্র WhatsApp এন্ড্রয়েড বিটা ব্য়াবহারকারীদের জন্য দিয়েছে। অন্য ব্যবহারকারীরাও দ্রুত এই ফিচার ব্যবহার করত পারবে।

হোয়াটস্যাপে নতুন ফিচার
  • 3/6

এটা নিয়ে WABetaInfo রিপোর্ট করেছে। রিপোর্ট অনুসারে অ্যাপ এর আপডেটেড ভার্সন 2.2146.5 এ এই ফিচার ডেস্কটপ ইউজার্সদের জন্যও দেওয়া হবে।

Advertisement
হোয়াটস্যাপে নতুন ফিচার
  • 4/6

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এর জন্য এই ফিচার কন্ট্রোল করতে পারবেন ইউজাররা। লাস্ট সিন, স্টেটাস, প্রোফাইল ফটো এবং অ্যাবাউট ডেসক্রিপশন সংকেত রয়েছে। WhatsApp এ কে দেখতে পাবেন তার লাস্ট সিন, প্রাইভেসি সেটিং আপডেট করবে।

হোয়াটস্যাপে নতুন ফিচার
  • 5/6

WhatsApp -এ এখন Everyone, My Contacts এবং Nobody এর অপশন দেওয়া হয়েছে। এই ফিচার্স এ ইউজার্স থেকে ইউজার্স সিলেক্ট করতে পারা যায়। 

হোয়াটস্যাপে নয়া ফিচার
  • 6/6

এর মধ্যে যে কন্ট্যাক্টগুলিকে ইউজার সিলেক্ট করবে, তারা ইউজারের ওই সমস্ত তথ্য জানতে বা দেখতে পারবেন না। এতে ইউজার্রসরা প্রাইভেসি নিয়ে নতুন কন্ট্রোল পাবেন।

Advertisement