নিত্যব্যবহার্য খাদ্যদ্রব্য প্রস্তুতকারক সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, স্বল্পমূল্যের পণ্যের দাম কমানো হবে না। GST-র স্ল্যাব কমানো হলেও ৫ টাকার বিস্কুট, ১০ টাকার সাবান কিংবা ২০ টাকার টুথপেস্টের দাম কমবে না বলে অনড় এই পণ্য সংস্থাগুলি। যদিও এই পণ্যের উপর থেকে GST কমিয়ে দেওয়া হয়েছে মোদীর সরকারের তরফে।
কিন্তু দাম কমাতে চাইছে না পণ্য সংস্থাগুলি? ভারতীয় ক্রেতারা নির্দিষ্ট দামগুলির সঙ্গে অভ্যস্ত। ফলত দাম কমিয়ে ১৮ টাকা বা ৯ টাকার মতো অদ্ভূত সংখ্যায় নিয়ে গেলে তা বিভ্রান্ত করতে পারে গ্রাহকদের। এমনটাই মত পণ্য সংস্থাগুলির।
এই ধরনের সংস্থাগুলি সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC)-কে জানিয়েছে, তারা দাম একই রাখলেও বিস্কুট, সাবান, টুথপেস্টের মতো নিত্যব্যবহার্য জিনিসগুলির প্যাকেটের ভিতর পরিমাণ কিছুটা বাড়িয়ে দেবে। উদাহরণস্বরূপ, ২০ টাকার বিস্কুটের প্যাকেট এখন আগের তুলনায় অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। কয়েক গ্রাম বেশি হবে তার ওজন।
শীর্ষ FMCG (ফাস্ট মুভিং কনজিউমার গুডস) কর্মকর্তারা ব্যাখ্যা করেছেন, একই দামে বাড়তি পরিমাণ খাদ্য এবং অন্যান্য নিত্যব্যবহার্য জিনিস পেলে সুবিধা পাবেন উপভোক্তারা। তাদের নিয়মিত ক্রয়ের অভ্যাস বা পদ্ধতি কোনওটিতেই পরিবর্তন আসবে না।
বিকাজি ফুড সংস্থার CFO ঋষভ জৈন নিশ্চিত ভাবে জানিয়েছেন, যে সংস্থা তাদের ছোট ছোট পণ্যের প্যাকের ওজন বাড়িয়ে দেবে, তারা আরও বেশি লাভবান হবেন। একই ভাবে ডাবর সংস্থার CEO মোহিত মালহোত্রা মানিকন্ট্রোল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংস্থাগুলি অবশ্যই GST হ্রাসের সুবিধা উপভোক্তাদের দেবে এবং এতে প্রতিদিনের পণ্যের চাহিদা আরও বাড়বে।
সম্প্রতি GST কাউন্সিল কর ব্যবস্থায় বড়সড় পরিবর্তন এনেছে। দৈনিক প্রয়োজনীয় অধিকাংশ জিনিসের উপরই GST স্ল্যাব কমিয়ে ৫% করা হয়েছে। এর আগে বিস্কুট কিংবা এই ধরনের প্রোডাক্টে GST দিতে হত ১৮%। শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও সামগ্রিক ভাবে দমা কমানো হচ্ছে না তবে ক্রেতারা ৫ কিংবা ১০ টাকার প্যাকেট অনেকটাই আকারে বড় দেখতে পাবেন বাজারে।
হঠাৎ দামের পরিবর্তনের বদলে ক্রেতারা তাদের প্রিয় ছোট ছোট প্যাকেটের নিত্যব্যবহার্য প্রোডাক্টগুলিকে আগের চেয়ে খানিকটা বেশি পরিমাণে পাবেন। আগের মতো টাকা দিলেও হাতে পাবেন বাড়তি পরিমাণ সাবান, টুথপেস্ট বা বিস্কুট।
এদিকে, GST রিফর্মের কারণে প্যাকেটজাত দুধের দাম কমছে না বলে সাফ জানিয়ে দিয়েছে আমূল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ তারিখ থেকে যে নয়া GST পরিকাঠামো কার্যকর হচ্ছে, তাতে আমূলের কোনও প্যাকেটজাত দুধের নাম কমছে না।
আমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে তাদের পাউচ দুধের ক্ষেত্রে দাম কমছে না। কারণ এই পাউচ দুধ এমনিতেই GST শূন্য। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর জয়ন মেহতা বলেন, 'ফ্রেশ পাউচ দুধের প্যাকেটের দাম কমছে না। এমন কোনও প্রস্তাবও দেওয়া হয়নি। কারণ নতুন করে এই পাউচ দুধের উপর থেকে কোনও GST কমছে না। বরাবরই এই পাউচ দুধে GST ছিল শূন্য।'
রটে গিয়েছিল, GST পরিকাঠামোয় পরিবর্তনের কারণে পাউচ দুধের দাম ২ থেকে ৩ টাকা পর্যন্ত কমতে চলেছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে লাগু হবে সেই নতুন দাম। তবে বিষয়টি বিভ্রান্তি এবং অসত্য বলেই সাফ জানিয়ে দিয়েছে আমূল। জয়ন মেহতা আরও ব্যাখ্যা দিয়ে বলেন, 'কেবলমাত্র UHT দুধে GST কমানোর জেরে তা এবার থেকে সস্তা হয়ে গেল। আগে এই দুধে ৫% GST চালু ছিল, তা এখন কমিয়ে শূন্য করা হল। ফলে এই UHT দুধের প্রোডাক্টগুলিই একমাত্র কম দামি হবে এবার থেকে।'