Advertisement
ইউটিলিটি

South Eastern Railways : হাওড়ার চাপ কমাতে শালিমার থেকে ৮ স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

  • 1/15

South Eastern Railways: হাওড়ার জায়গায় শালিমার (Shalimar) স্টেশন থেকে চলবে ৮টি স্পেশাল ট্রেন। হাওড়া (Howrah) স্টেশনের চাপ কমানোর উদ্দেশ্যে এই পরিকল্পনা।

  • 2/15

যাত্রীদের আরও সুবিধার জন্য এই ট্রেন চালানো হচ্ছে।

  • 3/15

দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railways)-এর তরফ থেকে আটটি স্পেশাল ট্রেন হাওড়া (Howrah) স্টেশনের বদলে চলবে শালিমার (Shalimar) স্টেশন থেকে।

Advertisement
  • 4/15

এমনই সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railways)-এর আধিকারিকরা। তার মধ্যে কিছু ট্রেন রয়েছে এই বছরে। 

  • 5/15

আর কিছু ট্রেনের যাত্রা আগামী বছরে। আগামী মাস থেকে শুরু হচ্ছে এই ব্যবস্থা।

  • 6/15

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ০২১০২ (02102) হাওড়া-এলটিটি স্পেশাল সামনে মাসে মানে ৪ নভেম্বর থেকে হাওড়া (Howrah) স্টেশনের জায়গা শালিমার (Shalimar) থেকে ছাড়বে। এবং ০২১০১ (02101) এলটিটি হাওড়া স্পেশাল ২ নভেম্বর এলটিটি থেকে শালিমার (Shalimar) পর্যন্ত যাত্রা শেষ করবে।

  • 7/15

আরও জানা গিয়েছে, ০৯২০৬ (09206) হাওড়া-পোরবন্দর স্পেশাল আগামী বছর ১৫ জানুয়ারি হাওড়ার পরিবর্তে শালিমার (Shalimar) থেকে চলবে এবং  ০৯২০৫(09205) রিটার্ন-পোরবন্দর হাওড়া স্পেশাল ১৩ জানুয়ারি পোরবন্দর থেকে শালিমারে যাত্রা শেষ করবে।

Advertisement
  • 8/15

এদিকে, ০২৯০৬ (02906) হাওড়া-ওখা স্পেশাল ১৮ জানুয়ারি থেকে শালিমার স্টেশন থেকে চলবে। এবং ০২৯০৫ (02905) ওখা-হাওড়া স্পেশাল ১৬ জানুয়ারি ওখা থেকে শালিমার পর্যন্ত যাত্রা করবে।

  • 9/15

০৮০৪৭ (08047) হাওড়া-ভাস্কো ডা গামা স্পেশাল হাওড়া (Howrah)-র পরিবর্তে ১ জানুয়ারি শালিমার থেকে চলবে। এবং ০৮০৪৮ (08048) ভাস্কো ডা গামা-হাওড়া স্পেশাল ৪ জানুয়ারি থেকে খুলে শালিমার পর্যন্ত আসবে।

  • 10/15

০৮৬৪৫ (08645) হাওড়া-হায়দ্রাবাদ স্পেশাল ২ জানুয়ারি হাওড়ার পরিবর্তে শালিমার থেকে চলবে। এবং ০৮৬৪৬ (08646) হায়দ্রাবাদ-হাওড়া স্পেশাল ৪ জানুয়ারি শালিমারে এসে যাত্রা শেষ করবে।

  • 11/15

এর পরেরটি হল ০২৫৪৩ (02543) হাওড়া-চেন্নাই স্পেশাল। সেটা ১৪ জানুয়ারি ছাড়বে। এটিও হাওড়ার পরিবর্তে শালিমার থেকে যাত্রা শুরু করবে। ০২৫৪৪ (02544) চেন্নাই- হাওড়া স্পেশাল ১৫ জানুয়ারি চেন্নাই থেকে শালিমার আসবে।

Advertisement
  • 12/15

০২০৮৭ (02087) হাওড়া-পুরী স্পেশাল ১৪ জানুয়ারি হাওড়ার পরিবর্তে শালিমার থেকে যাবে। এবং ও ০২০৮৮ (02088) পুরী-হাওড়া স্পেশাল ১৫ জানুয়ারি শালিমার পর্যন্ত আসবে।

  • 13/15

০৮৪০৯ (08409) হাওড়া-পুরী স্পেশাল ১৫ জানুয়ারি হাওড়া থেকে না ছেড়ে শালিমার থেকে যাত্রা শুরু করবে। এবং ০৮৪১০(08410) পুরী-হাওড়া স্পেশাল ১৪ জানুয়ারি 2022 পুরী থেকে ছেড়ে শালিমার পর্যন্ত যাত্রা করবে।

  • 14/15

মনে করা হচ্ছে, এর ফলে আরও ভাল পরিষেবা দেওয়া যাবে।

  • 15/15

হাওড়ায় সব সময় ভিড় লেগেই রয়েছে। তার পরিবর্তে অন্য কোনও স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন ছাড়া গেলে তা সময়ে ছাড়তে পারবে, নির্দিষ্ট সময়ের মধ্য়ে গন্তব্যে পৌঁছতে পারবে। উপকার পাবেন যাত্রীরা।

Advertisement