scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

South Eastern Railways : হাওড়ার চাপ কমাতে শালিমার থেকে ৮ স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

South Eastern Railways decides to run eight special trains from Shalimar not Howrah abk হাওড়া
  • 1/15

South Eastern Railways: হাওড়ার জায়গায় শালিমার (Shalimar) স্টেশন থেকে চলবে ৮টি স্পেশাল ট্রেন। হাওড়া (Howrah) স্টেশনের চাপ কমানোর উদ্দেশ্যে এই পরিকল্পনা।

South Eastern Railways decides to run eight special trains from Shalimar not Howrah abk শালিমার
  • 2/15

যাত্রীদের আরও সুবিধার জন্য এই ট্রেন চালানো হচ্ছে।

South Eastern Railways decides to run eight special trains from Shalimar not Howrah abk হাওড়া থেকে ট্রেন
  • 3/15

দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railways)-এর তরফ থেকে আটটি স্পেশাল ট্রেন হাওড়া (Howrah) স্টেশনের বদলে চলবে শালিমার (Shalimar) স্টেশন থেকে।

Advertisement
South Eastern Railways decides to run eight special trains from Shalimar not Howrah abk শালিমার থেকে ট্রেন
  • 4/15

এমনই সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railways)-এর আধিকারিকরা। তার মধ্যে কিছু ট্রেন রয়েছে এই বছরে। 

South Eastern Railways decides to run eight special trains from Shalimar not Howrah abk one
  • 5/15

আর কিছু ট্রেনের যাত্রা আগামী বছরে। আগামী মাস থেকে শুরু হচ্ছে এই ব্যবস্থা।

South Eastern Railways decides to run eight special trains from Shalimar not Howrah abk two
  • 6/15

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ০২১০২ (02102) হাওড়া-এলটিটি স্পেশাল সামনে মাসে মানে ৪ নভেম্বর থেকে হাওড়া (Howrah) স্টেশনের জায়গা শালিমার (Shalimar) থেকে ছাড়বে। এবং ০২১০১ (02101) এলটিটি হাওড়া স্পেশাল ২ নভেম্বর এলটিটি থেকে শালিমার (Shalimar) পর্যন্ত যাত্রা শেষ করবে।

South Eastern Railways decides to run eight special trains from Shalimar not Howrah abk three
  • 7/15

আরও জানা গিয়েছে, ০৯২০৬ (09206) হাওড়া-পোরবন্দর স্পেশাল আগামী বছর ১৫ জানুয়ারি হাওড়ার পরিবর্তে শালিমার (Shalimar) থেকে চলবে এবং  ০৯২০৫(09205) রিটার্ন-পোরবন্দর হাওড়া স্পেশাল ১৩ জানুয়ারি পোরবন্দর থেকে শালিমারে যাত্রা শেষ করবে।

Advertisement
South Eastern Railways decides to run eight special trains from Shalimar not Howrah abk four
  • 8/15

এদিকে, ০২৯০৬ (02906) হাওড়া-ওখা স্পেশাল ১৮ জানুয়ারি থেকে শালিমার স্টেশন থেকে চলবে। এবং ০২৯০৫ (02905) ওখা-হাওড়া স্পেশাল ১৬ জানুয়ারি ওখা থেকে শালিমার পর্যন্ত যাত্রা করবে।

South Eastern Railways decides to run eight special trains from Shalimar not Howrah abk five
  • 9/15

০৮০৪৭ (08047) হাওড়া-ভাস্কো ডা গামা স্পেশাল হাওড়া (Howrah)-র পরিবর্তে ১ জানুয়ারি শালিমার থেকে চলবে। এবং ০৮০৪৮ (08048) ভাস্কো ডা গামা-হাওড়া স্পেশাল ৪ জানুয়ারি থেকে খুলে শালিমার পর্যন্ত আসবে।

South Eastern Railways decides to run eight special trains from Shalimar not Howrah abk six
  • 10/15

০৮৬৪৫ (08645) হাওড়া-হায়দ্রাবাদ স্পেশাল ২ জানুয়ারি হাওড়ার পরিবর্তে শালিমার থেকে চলবে। এবং ০৮৬৪৬ (08646) হায়দ্রাবাদ-হাওড়া স্পেশাল ৪ জানুয়ারি শালিমারে এসে যাত্রা শেষ করবে।

South Eastern Railways decides to run eight special trains from Shalimar not Howrah abk seven
  • 11/15

এর পরেরটি হল ০২৫৪৩ (02543) হাওড়া-চেন্নাই স্পেশাল। সেটা ১৪ জানুয়ারি ছাড়বে। এটিও হাওড়ার পরিবর্তে শালিমার থেকে যাত্রা শুরু করবে। ০২৫৪৪ (02544) চেন্নাই- হাওড়া স্পেশাল ১৫ জানুয়ারি চেন্নাই থেকে শালিমার আসবে।

Advertisement
South Eastern Railways decides to run eight special trains from Shalimar not Howrah abk eight
  • 12/15

০২০৮৭ (02087) হাওড়া-পুরী স্পেশাল ১৪ জানুয়ারি হাওড়ার পরিবর্তে শালিমার থেকে যাবে। এবং ও ০২০৮৮ (02088) পুরী-হাওড়া স্পেশাল ১৫ জানুয়ারি শালিমার পর্যন্ত আসবে।

South Eastern Railways decides to run eight special trains from Shalimar not Howrah abk nine
  • 13/15

০৮৪০৯ (08409) হাওড়া-পুরী স্পেশাল ১৫ জানুয়ারি হাওড়া থেকে না ছেড়ে শালিমার থেকে যাত্রা শুরু করবে। এবং ০৮৪১০(08410) পুরী-হাওড়া স্পেশাল ১৪ জানুয়ারি 2022 পুরী থেকে ছেড়ে শালিমার পর্যন্ত যাত্রা করবে।

South Eastern Railways decides to run eight special trains from Shalimar not Howrah abk ten
  • 14/15

মনে করা হচ্ছে, এর ফলে আরও ভাল পরিষেবা দেওয়া যাবে।

South Eastern Railways decides to run eight special trains from Shalimar not Howrah abk eleven
  • 15/15

হাওড়ায় সব সময় ভিড় লেগেই রয়েছে। তার পরিবর্তে অন্য কোনও স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন ছাড়া গেলে তা সময়ে ছাড়তে পারবে, নির্দিষ্ট সময়ের মধ্য়ে গন্তব্যে পৌঁছতে পারবে। উপকার পাবেন যাত্রীরা।

Advertisement