Advertisement
ইউটিলিটি

চলছে সার্বভৌম স্বর্ণবন্ড প্রকল্পের সাবস্ক্রিপশন, মিলছে সস্তায় সোনা কেনার সুযোগ!

চলছে সার্বভৌম স্বর্ণবন্ড প্রকল্পের সাবস্ক্রিপশন, মিলছে সস্তায় সোনা কেনার সুযোগ!
  • 1/6

সোনায় বিনিয়োগের কথা ভাবছেন? নতুন বছরে সস্তায় সোনা কেনার সুযোগ করে দিচ্ছে কেন্দ্র সরকার। সোভর্ইন গোল্ড বন্ড স্কিমটি বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) জারি করা একটি সার্বভৌম স্বর্ণ বন্ড স্কিম।

চলছে সার্বভৌম স্বর্ণবন্ড প্রকল্পের সাবস্ক্রিপশন, মিলছে সস্তায় সোনা কেনার সুযোগ!
  • 2/6

সোমবার থেকে শুরু হয়েছে দশম সিরিজের সার্বভৌম স্বর্ণবন্ড প্রকল্পের সাবস্ক্রিপশন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) পরিচালিত এই প্রকল্পে ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিনিয়োগ করা যাবে।

চলছে সার্বভৌম স্বর্ণবন্ড প্রকল্পের সাবস্ক্রিপশন, মিলছে সস্তায় সোনা কেনার সুযোগ!
  • 3/6

সার্বভৌম স্বর্ণবন্ড প্রকল্পের অষ্টম সিরিজে সোনার দাম প্রতি গ্রামে ৫,১৭৭ টাকা ছিল, নবম সিরিজে স্বর্ণবন্ডের দাম ছিল প্রতি গ্রামে ৫,০০০ টাকা, দশম সিরিজে স্বর্ণবন্ডের দাম প্রতি গ্রামে ৫,১০৪ টাকা। তবে অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের দাম আরও কম।

Advertisement
চলছে সার্বভৌম স্বর্ণবন্ড প্রকল্পের সাবস্ক্রিপশন, মিলছে সস্তায় সোনা কেনার সুযোগ!
  • 4/6

প্রতিবারের মতো এ বারেও অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের বন্ডের নির্ধারিত দামের উপর প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় দেওয়া হবে। অর্থাৎ, অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের মূল্য হবে প্রতি গ্রামে ৫,০৫৪ টাকা।

চলছে সার্বভৌম স্বর্ণবন্ড প্রকল্পের সাবস্ক্রিপশন, মিলছে সস্তায় সোনা কেনার সুযোগ!
  • 5/6

এই প্রকল্পের আওতায় ১ গ্রাম থেকে ৪ কেজি পর্যন্ত স্বর্ণ বন্ড সোনার বাজার দরের তুলনায় কম দামে কেনার সুযোগ পাবেন। এই স্বর্ণ বন্ডের মেয়াদ ৮ বছর। তবে ৫ বছর পর এই স্বর্ণ বন্ডের অর্থ প্রত্যাহারের বিকল্পও পাবেন বিনিয়োগকারীরা।

চলছে সার্বভৌম স্বর্ণবন্ড প্রকল্পের সাবস্ক্রিপশন, মিলছে সস্তায় সোনা কেনার সুযোগ!
  • 6/6

এই স্বর্ণ বন্ড কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাঙ্ক, বিএসই, এনএসই ওয়েবসাইট বা ডাকঘর যোগাযোগ করতে হবে। এদের ওয়েবসাইটের মাধ্যমে স্বর্ণ বন্ডে অনলাইনে বিনিয়োগ করা যাবে। এটি অত্যন্ত সুরক্ষিত বিনিয়োগ।

Advertisement