scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Aadhaar Camp: পড়ুয়াদের Aadhaar কার্ড বানাতে অক্টোবর থেকে স্কুলেই চালু হচ্ছে ক্যাম্প!

Aadhaar Camp: পড়ুয়াদের Aadhaar কার্ড বানাতে অক্টোবরে স্কুলেই বসছে ক্যাম্প!
  • 1/6

স্কুলের ছাত্র-ছাত্রীদের Aadhaar কার্ড তৈরির লক্ষ্যমাত্রা পূরণ করতে পাইলট প্রজেক্ট শুরু করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়াদের Aadhaar কার্ড তৈরি করে দিতে চায় সরকার।

Aadhaar Camp: পড়ুয়াদের Aadhaar কার্ড বানাতে অক্টোবরে স্কুলেই বসছে ক্যাম্প!
  • 2/6

আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রকল্পটি। এই প্রকল্পে স্কুলেই ক্যাম্প বসিয়ে ছাত্র-ছাত্রীদের Aadhaar কার্ড তৈরি করার ব্যবস্থা করা হয়েছে।

Aadhaar Camp: পড়ুয়াদের Aadhaar কার্ড বানাতে অক্টোবরে স্কুলেই বসছে ক্যাম্প!
  • 3/6

অক্টোবরের ১, ৪, ৫, ৭ এবং ৮ তারিখে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত স্কুলে স্কুলেই ক্যাম্প বসিয়ে স্কুল পড়ুয়াদের Aadhaar কার্ড তৈরি করে দেওয়া হবে। আপাতত একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদেরই Aadhaar কার্ড করানোর উপরে জোর দেওয়া হচ্ছে।

Advertisement
Aadhaar Camp: পড়ুয়াদের Aadhaar কার্ড বানাতে অক্টোবরে স্কুলেই বসছে ক্যাম্প!
  • 4/6

এই প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা নিজেদের স্কুলে গিয়েই Aadhaar কার্ড করিয়ে নিতে পারবে। স্কুল ছাড়াও এসআই এবং বিডিও অফিস থেকেও ছাত্র-ছাত্রীরা নিজেদের Aadhaar কার্ড করিয়ে নিতে পারবে।

Aadhaar Camp: পড়ুয়াদের Aadhaar কার্ড বানাতে অক্টোবরে স্কুলেই বসছে ক্যাম্প!
  • 5/6

কেন এই উদ্যোগ? Aadhaar না থাকায় কন্যাশ্রী বা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। Aadhaar এনরোলমেন্টের জন্য নিজেদের স্কুলে বা নির্দিষ্ট ক্যাম্পগুলিতে উপস্থিত থাকতে হবে পড়ুয়াদের।

Aadhaar Camp: পড়ুয়াদের Aadhaar কার্ড বানাতে অক্টোবরে স্কুলেই বসছে ক্যাম্প!
  • 6/6

এই প্রকল্পের বাস্তবায়নে ইতিমধ্যেই Aadhaar কর্তৃপক্ষ UIDAI এবং রাজ্য স্কুলশিক্ষা দফতরের একটি বৈঠক হয়েছে। সরাসরি স্কুলে Aadhaar নথিভুক্তির কেন্দ্র থেকেই পড়ুয়াদের কার্ড দেওয়া হবে। Aadhaar কার্ড দেওয়ার আগেই অভিভাবকদের তার দিন-ক্ষণ জানিয়ে দেওয়া হবে।

Advertisement