Advertisement
ইউটিলিটি

করোনা কাজ কেড়েছে? মাত্র ৫,০০০ টাকায় শুরু করুন এই লাভজনক ব্যবসা!

  • 1/6

বিশ্বজুড়ে চলা করোনা মহামারিতে কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। অনেকেরই আয় কমেছে। কেউ আবার পরিস্থিতির চাপে জীবিকা বদলাতেও বাধ্য হয়েছেন। 

  • 2/6

তবে এই পরিস্থিতিতেও মাত্র ৫,০০০ টাকার পুঁজি নিয়ে নিজের ব্যবসা শুরু করা যায়। যে ব্যবসার কথা বলছি, তাতে মুনাফা লাভের পরিমাণও যথেষ্ট!

  • 3/6

ভাবছেন, এমন কোনও ব্যবসা আছে যা এই দুর্দিনের বাজারে মোটা টাকা মুনাফার মুখ দেখাবে! মাশরুম চাষে সেই সুযোগ যথেষ্ট রয়েছে। এই ব্যবসা শুরু করতে চাইলে মোটামুটি ৫,০০০ টাকার বিনিয়োগই যথেষ্ট!

Advertisement
  • 4/6

এই ব্যবসার জন্য প্রয়োজন একটি ৩০ থেকে ৪০ গজের জায়গা, যেখানে মাশরুম চাষের মাটি আর বীজের মিশ্রণ রাখতে হবে। বাজারেও এই মিশ্রণ সহজেই কিনতে পাওয়া যায়। এর জন্য খোলা জমির প্রয়োজন নেই, ঘরের ছায়ায় রাখলেই হবে। ঘরের ছায়ায় ২০ থেকে ২৫ দিনের মধ্যে মাশরুমগুলি বড় হতে শুরু করে।

  • 5/6

মোটামুটি এক মাসের পর থেকেই মাশরুমগুলি বাজারে বা অনলাইনে গিয়েও বিক্রি করা যেতে পারে। কেজি প্রতি মোটামুটি ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয় মাশরুম।

  • 6/6

অনলাইনেই এই ধরনের কৃষিকাজ সম্পর্কিত প্রশিক্ষণ মূলক অসংখ্য ভিডিও রয়েছে। এই সব প্রশিক্ষণ মূলক ভিডিও দেখেও শিক্ষা নিয়ে এ ব্যবসা করা যেতেই পারে।

Advertisement