scorecardresearch
 
ইউটিলিটি

আজ থেকে শুরু Flipkart's Big Diwali Sale, Poco-র ফোন জলের দরে

Poco ফ্লিপকার্টের যুগলবন্দী
  • 1/6

POCO আসন্ন ফেস্টিভ সিজনে নিজেদের একাধিক স্মার্টফোনে আনছে ব্যাপক ডিসকাউন্ট। Flipkart Big Diwali Sale এ Poco নিজের Poco X3 Pro, Poco M2 Pro, Poco C3 সহ অন্যান্য স্মার্টফোনেও অফার দিচ্ছে।
 

Poco ফ্লিপকার্টের যুগলবন্দী
  • 2/6

ডিসকাউন্ট দামে Flipkart Big Diwali Sale-এ দেওয়া হচ্ছে এই মোবাইলগুলি। এই সেল শুরু হচ্ছে আজকে ২৮ অক্টোবর থেকে। ৩ নভেম্বর পর্যন্ত চলবে।

Poco ফ্লিপকার্টের যুগলবন্দী
  • 3/6

Poco-জানিয়েছে যে কিছু মডেলে এই ডিসকাউন্ট শেষবার পাওয়া যাবে। এরপরে সুযোগ মিস করলেই ডিসকাউন্ট আর মিলবে না। সেল চলাকালীন Poco X3 Proর দুটি মডেলেই ব্যাপক ডিসকাউন্ট দিচ্ছে।

Poco ফ্লিপকার্টের যুগলবন্দী
  • 4/6

পোকো x2 প্রো m2 মডেলে 7000 টাকা ডিসকাউন্ট বিক্রি করা হচ্ছে। মানে 6 জিবি র্যাম এর সঙ্গে Poco X3 Proপ্রো এর দাম 16999 টাকা। এর স্টিকার প্রাইস 23 হাজার 999 টাকা আছে।

Poco ফ্লিপকার্টের যুগলবন্দী
  • 5/6

এইভাবে 8 জিবি র্যাম অপশনের 18999 টাকায় বিক্রি করা হচ্ছে। স্টিকার প্রাইস 25000 টাকা।  এ ছাড়া Poco X3 Pro প্র এর বেস দাম 15 হাজার 749 টাকায় বিক্রি করা হচ্ছে।

 

Poco ফ্লিপকার্টের যুগলবন্দী
  • 6/6

পোকো x2 প্রো এর টপ মডেলও ব্যাংক ডিসকাউন্ট এর পরে 17 হাজার 749 টাকায় কিনতে পারবেন। এইভাবে ডিসকাউন্ট দিয়ে পোকোর অন্যান্য ফোন বিক্রি করা হচ্ছে। ফ্লিপকার্টে ঢুকলে দেখতে পাবেন পোকোর হাজারো ফোন সস্তায় বিক্রি হচ্ছে। তাহলে আর দেরি কেন, স্টক ফুরিয়ে যাওয়ার আগেই হামলে পড়ুন।