scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

ভারতের সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি কি জানেন?

suv nexon
  • 1/6

সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে মানুষের অভ্যাসে। আসছে বেশকিছু নতুন ধারনা। ঠিক যেমন শুরু হয়েছে ইলেকট্রিক গাড়ির ব্যবহার। আস্তে, আস্তে দেশে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়ছে। বিগত এক বছরে সরকারও ইলেক্ট্রিক যানবাহন ব্যবহারের প্রচার চালাচ্ছে। 

suv nexon
  • 2/6

এই মুহূর্তে ভারতের বাজার ছেয়ে রয়েছে টাটার সুরক্ষিত এইউভি, নেক্সন ইলেকট্রিক গাড়ি। এই বছরের শুরুতেই এসইউভি নেক্সন লঞ্চ করেছে টাটা মোটরস। সবথেকে বেশি বিক্রিও হচ্ছে এই গাড়ি। সেপ্টেম্বরেই ৩০৩ ইউনিট বিক্রি হয়েছে নেক্সন। যে কোনও ইলেকট্রিক গাড়ির মধ্যে সবথেকে বেশি। 

suv nexon
  • 3/6

ভারতের ইভি বাজারে নেক্সনের শেয়ার ৬১.৪ শতাংশ। এই সেগমেন্টের দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি এমজিজেডএসইভি। সেপ্টেম্বরে যার বিক্রি ১২৭ ইউনিট। ৮৫ ইউনিট বিক্রি হয়েছে অগাস্টে। সম্প্রতি দেশের ২১টি জায়গায় পাওয়া যায় এই গাড়ি। কলকাতা, লকক্ষ্নৌ, লুধিয়ানা, কোয়েম্বাটোর, দেরহাদুন, নাগপুর, আগ্রা, ঔরঙ্গাবাদ, ইন্দোর এবং বিশাখাপত্তনম।

Advertisement
suv nexon
  • 4/6

যদিও একের পর এক কোম্পানি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করছে। কিন্তু টাটা নেক্সন এ বিষয়ে অনেক এগিয়ে। ভারতীয় বাজারে টাটা নেক্সন ইলেকট্রিকের দাম ১৩.৯৯ লাখ থেকে ১৫.৯৯ লাখ। তিন ধরনের মডেল পাওয়া যায় এই গাড়ির। 

suv nexon
  • 5/6

একবার চার্জ করলে প্রায় ৩১২ কিলোমিটার চলে নেক্সন। তার সঙ্গে ৮ বছরের গ্যারান্টি ও IP67 ওয়াটারপ্রুফ ব্যাটারি প্যাক রয়েছে। চার্জের কথা বললে প্রায় ৬০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হয় নেক্সন। 

mg
  • 6/6

আর এমজি ইলেকট্রিক গাড়ির শোরুমের দাম ২০.৮৮ লাখ থেকে ২৩.৫৮ লাখ। এক্সাইট ও এক্সক্লুসিভ এই দুই মডেলে পাওয়া যায় গাড়িটি। কোম্পানির মতে একবারের চার্জে প্রায় ৩৪০ কিলোমিটার চলছে এই গাড়ি। 7.4kW চার্জারের সাহায্যে ৬-৮ ঘন্টায় পুরো চার্জ হয়। 50kW DC ফাস্ট চার্জারের সাহায্যে ৫০ মিনিটে পুরো চার্জ হয়। 
 

Advertisement