scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

কর্মসংস্থানে কেরলকেও পিছনে ফেলল বাংলা! রাজ্যে কমেছে বেকারত্বের হার

কর্মসংস্থানে কেরলকেও পিছনে ফেলল বাংলা! রাজ্যে কমেছে বেকারত্বের হার
  • 1/7

নতুন বছরে বেকারত্বের সমস্যা কাটিয়ে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ভারত। রাজ্যুগুলির মধ্যে ত্রিপুরার বেকারত্বের হার সবচেয়ে বেশি। নতুন কর্মসংস্থানের নিরিখে বিহার, ঝাড়খণ্ড তো বটেই কেরলকেও পিছনে ফেলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা।

কর্মসংস্থানে কেরলকেও পিছনে ফেলল বাংলা! রাজ্যে কমেছে বেকারত্বের হার
  • 2/7

১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে চালু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প, চলেছে ৩০ জুনুয়ারি পর্যন্ত। মোট চারটি ধাপে রাজ্যের সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে।

কর্মসংস্থানে কেরলকেও পিছনে ফেলল বাংলা! রাজ্যে কমেছে বেকারত্বের হার
  • 3/7

এখনও বিভিন্ন সরকারি প্রকল্পকে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। হাজার হাজার কোটি টাকা খরচ করে এই সমস্ত প্রকল্পের সাহায্যে রাজ্যের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছে সরকার।

Advertisement
কর্মসংস্থানে কেরলকেও পিছনে ফেলল বাংলা! রাজ্যে কমেছে বেকারত্বের হার
  • 4/7

কিন্তু এত কিছুর পরও এ রাজ্যে কর্মসংস্থান নিয়ে পরিস্থিতিটা কতটা বদলেছে! রাজ্যে বেকারত্ব সমস্যার পাশাপাশি সাধারণ মানুষের অর্থনৈতিক অনিশ্চয়তা কমার সম্ভাবনা কতটা? জেনে নিন কী বলছে ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE) তথ্য...

কর্মসংস্থানে কেরলকেও পিছনে ফেলল বাংলা! রাজ্যে কমেছে বেকারত্বের হার
  • 5/7

অর্থনৈতিক গবেষণা সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে কর্মসংস্থানে বিহার, ঝাড়খণ্ডের চেয়েও পিছনে ছিল বাংলা। বেকারত্বের হারে দেশের ছয় নম্বরে ছিল এ রাজ্যের নাম। কিন্তু নতুন বছরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জানুয়ারিতে এ পশ্চিমবঙ্গের বেকারত্বের হার ৫.২ শতাংশ যা ডিসেম্বরের তুলনায় ৬ শতাংশ কম।

কর্মসংস্থানে কেরলকেও পিছনে ফেলল বাংলা! রাজ্যে কমেছে বেকারত্বের হার
  • 6/7

‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE) থেকে পাওয়া হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের বেকারত্বের হার ৬.৫৩ শতাংশ। রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার বেকারত্বের হার সবচেয়ে বেশি, ১৮.১ শতাংশ।

কর্মসংস্থানে কেরলকেও পিছনে ফেলল বাংলা! রাজ্যে কমেছে বেকারত্বের হার
  • 7/7

পশ্চিমবঙ্গের বেকারত্বের হার বর্তমানে ৫.২ শতাংশ, যেখানে প্রতিবেশী রাজ্য বিহারে বেকারত্বের হার ১০.৫ শতাংশ, ঝাড়খণ্ডে ১১.৩ শতাংশ। পশ্চিমবঙ্গের আর এক প্রতিবেশী রাজ্য ওড়িশায় বেকারত্বের হার মাত্র ৩ শতাংশ। কেরলে বর্তমানে বেকারত্বের হার ৫.৫ শতাংশ কর্ণাটকে ৩.৩ শতাংশ আর অন্ধ্র প্রদেশে বেকারত্বের হার ৪.৫ শতাংশ।

Advertisement