scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Cyclone Preparedness: শনিবারের মধ্যেই ATM থেকে তুলে নিন প্রয়োজনীয় নগদ, সেরে ফেলুন Fund Transfer!

Cyclone Preparedness: শনিবারের মধ্যেই ATM থেকে তুলে নিন প্রয়োজনীয় নগদ, সেরে ফেলুন Fund Transfer!
  • 1/9

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ মে থেকে ২৫ মে-র মধ্যে সুন্দরবন অঞ্চলে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন ইয়াস (Super Cyclone Yaas)। এখান থেকেই সাইক্লোনের অভিমুখ বাংলাদেশের দিকে বাঁক নিতে পারে।

Cyclone Preparedness: শনিবারের মধ্যেই ATM থেকে তুলে নিন প্রয়োজনীয় নগদ, সেরে ফেলুন Fund Transfer!
  • 2/9

পশ্চিমবঙ্গে ফের আছড়ে পড়তে চলেছে আর একটি শক্তিশালী সুপার সাইক্লোন! আমফানের (Amphan) বর্ষপূর্তিতেই বাংলায় ফের আতঙ্ক বাড়াচ্ছে সুপার সাইক্লোন ইয়াস (Super Cyclone Yaas)। ফের প্রবল তাণ্ডবের আশঙ্কা করা হচ্ছে। 

Cyclone Preparedness: শনিবারের মধ্যেই ATM থেকে তুলে নিন প্রয়োজনীয় নগদ, সেরে ফেলুন Fund Transfer!
  • 3/9

গত বছর লকডাউনে সুপার সাইক্লোন আমফানের (Super Cyclone Amphan) দাপটে বাংলা যে চরম বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল, এ বারেও সুপার সাইক্লোন ইয়াসের (Super Cyclone Yaas) আগমনে তেমনই ভয়াবহ অবস্থার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Cyclone Preparedness: শনিবারের মধ্যেই ATM থেকে তুলে নিন প্রয়োজনীয় নগদ, সেরে ফেলুন Fund Transfer!
  • 4/9

গত বছর ঠিক এই সময়েই সুপার সাইক্লোন আমফানের (Super Cyclone Amphan) দাপটে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল তছনছ হয়ে গিয়েছিল। আমফানের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সুপার সাইক্লোন ইয়াসের (Super Cyclone Yaas) আসার আগেই সেরে নিন জরুরি প্রস্তুতি!

Cyclone Preparedness: শনিবারের মধ্যেই ATM থেকে তুলে নিন প্রয়োজনীয় নগদ, সেরে ফেলুন Fund Transfer!
  • 5/9

গত বছর সুপার সাইক্লোন আমফানের (Super Cyclone Amphan) দাপটে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে টানা ৫-৬ দিন পর্যন্ত বিদ্যুত ছিল না, ছিল না ইন্টারনেট সিগন্যাল।

Cyclone Preparedness: শনিবারের মধ্যেই ATM থেকে তুলে নিন প্রয়োজনীয় নগদ, সেরে ফেলুন Fund Transfer!
  • 6/9

ফোন করা, নেট সার্ফিং তো দূরের কথা, অনেক জায়গায় ATM থেকে প্রয়োজনীয় টাকা পর্যন্ত তুলতে পারেননি বহু মানুষ। ঝড়ের দাপটে বিপর্যস্ত হয়েছিল ব্যাঙ্কিং পরিষেবাও। অনেক ব্যাঙ্কের সার্ভার বসে গিয়েছিল বেশ কয়েক ঘণ্টার জন্য।

Cyclone Preparedness: শনিবারের মধ্যেই ATM থেকে তুলে নিন প্রয়োজনীয় নগদ, সেরে ফেলুন Fund Transfer!
  • 7/9

অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মাথায় রেখে এ বার তাই আগে থেকেই অন্তত ৩-৪ দিনের মতো প্রয়োজন বুঝে ATM থেকে প্রয়োজনীয় টাকা তুলে নিন শনিবার রাতের মধ্যেই।

Advertisement
Cyclone Preparedness: শনিবারের মধ্যেই ATM থেকে তুলে নিন প্রয়োজনীয় নগদ, সেরে ফেলুন Fund Transfer!
  • 8/9

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ মে, রবিবারেই হয়তো বাংলায় আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন ইয়াস (Super Cyclone Yaas)! তছনছ হয়ে যেতে পারে একাধিক জরুরি পরিষেবার পরিকাঠামো।

Cyclone Preparedness: শনিবারের মধ্যেই ATM থেকে তুলে নিন প্রয়োজনীয় নগদ, সেরে ফেলুন Fund Transfer!
  • 9/9

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের এই নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে। ধেয়ে আসছে বাংলার দিকেই। তাই ঝড়ের ধাক্কায় ফের বিদ্যুৎ, ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হওয়ার আগে প্রয়োজন মতো হাতে রাখুন নগদের জোগান।

Advertisement