বাংলার গৃহবধূদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তুলতে গত ১ সেপ্টেম্বর থেকেই চালু হয়েছে 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্প। তৃতীয় বার বাংলায় ক্ষমতায় এসে তা বাস্তবায়নে গতি আনতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার গৃহবধূরা রাজ্য সরকারের কাছ থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন। তবে রাজ্যের তফশিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলারা এই প্রকল্পের মাধ্যমে মাসে ১০০০ টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন।
কিন্তু সম্প্রতি রাজ্যের কয়েক হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গিয়েছে, অনেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছেন না। কিন্তু কেন টাকা পাচ্ছেন না? সমস্যা কোথায়?
জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গত বছর থেকে যে সরকারি ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে, তারই প্রভাব পড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জমা পড়ার ক্ষেত্রে।
একাধিক সরকারি ব্যাঙ্কের সংযুক্তিকরণের জেরে সম্প্রতি বদলে গিয়েছে অনেক শাখার আইএফএসসি (IFSC) কোড। এই আইএফএসসি (IFSC) কোড সংক্রান্ত আপডেট জমা না পড়ায় রাজ্যের অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা পড়ছে না।
জানা গিয়েছে, যে সমস্ত ব্যাঙ্কের আইএফএসসি (IFSC) কোড বদলে যাওয়ায় গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে, ওই ব্যাঙ্কগুলির সঙ্গে কথা বলা হচ্ছে। তাছাড়া, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপকরা আইএফএসসি (IFSC) কোড সংক্রান্ত আপডেট জমা দিতে পারবেন।