এ বছরের প্রায় পুরোটাই করোনার ভয়ে ঘরের ভিতরেই কাটিয়েছেন বিশ্বের লক্ষাধিক মানুষ। দেশ-বিদেশের একাধিক সরকারি, বেসরকারি সংস্থা তাদের কর্মীদের ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে Work From Home-এর সুবিধা দিয়েছে। কিন্তু Work From Home-এ কাজের চাপ অনেক ক্ষেত্রেই সাধারণ অফিস ডিউটির চেয়ে বেশি! তাই ধীরে ধীরে ক্লান্তি আর একঘেয়েমি গ্রাস করছে অধিকাংশ মানুষকে।
করোনা সংক্রমণের ভয়ে এক বছর ঘর-বন্দি হয়ে কাটানোর পরেও এই মহামারি থেকে নিস্তার মেলেনি। স্বাভাবিক হয়নি জীবন। ঘর-বন্দি কর্মজীবনের এই ক্লান্তি আর একঘেয়েমি কাটাতে দুর্দান্ত অফার নিয়ে হাজির একটি পাঁচতারা ভিলার কর্তৃপক্ষ। Work From Home-এ কাজের চাপে ক্লান্ত কর্পোরেট কর্মীদের তাদের ভিলায় টানা ৩০ দিন একেবারে বিনামূল্যে বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ দিচ্ছে এই পাঁচতারা ভিলার কর্তৃপক্ষ।
ছবি: CV villas-এর ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
অবিশ্বাস্য মনে হলেও এমনই আকর্ষণীয় অফার দিচ্ছে গ্রিসের করফুতে অবস্থিত CV villas। কিন্তু কারা, কী ভাবে পাবেন বিনামূল্যে ৩০ দিন বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ! CV villas-এর কর্তৃপক্ষ এর জন্য একটি সহজ অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে।
ছবি: CV villas-এর ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
CV villas-র এই অনলাইন প্রতিযোগিতায় যে কোনও দেশের যুগল বা দম্পতি অংশগ্রহণ করতে পারবেন। এই অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দম্পতিকে জানাতে হবে, তাঁরা Work From Home-এ অফিসের কাজ করতে কত রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং কী ভাবে সেগুলির মোকাবিলা করছেন।
ছবি: CV villas-এর ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
এই অনলাইন প্রতিযোগিতার বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানানো হয়েছে CV villas-এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দম্পতিকে সব প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেওয়ার পর অবশ্যই ব্যাখ্যা করতে হবে যে, কেন তাঁদের বিনামূল্যে ৩০ দিন বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ দেওয়া উচিৎ।
ছবি: CV villas-এর ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
সবচেয়ে আকর্ষণীয় জবাব যাঁদের থেকে মিলবে, CV villas-এর কর্তৃপক্ষ তাঁদেরই এই পাঁচতারা ভিলায় বিনামূল্যে ৩০ দিন বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ দেবে। শুধু তাই নয়, ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সে অবস্থিত গেটউইক বিমানবন্দর থেকে নিখরচায় বিজয়ী দম্পতিকে এই ভিলায় নিয়ে আসবে এবং পৌঁছেও দেবে। এ বিষয়ে সবিস্তারে জেনে নিন এই https://www.instagram.com/cvvillas/ লিঙ্ক থেকে।
ছবি: CV villas-এর ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।