দিন যতই যাচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে ইলেকট্রিক স্কুটারের। ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব এই স্কুটির মেইনটেন্যান্স খরচ খুবই কম। বিশ্ব জুড়ে পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দামের ফলে মানুষ ইদানীং আরও বেশি করে ঝুঁকছে ব্যাটারি চালিত গাড়ি বা বাইকের দিকে।
দেশে এখনও ৯০ শতাংশ স্কুটার বা বাইক পেট্রোলেই চলে। জ্বালানির দাম লিটার প্রতি ১০০ টাকা হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন দু’চাকার মালিকেরা। তাঁরা এখন খুঁজছেন বিকল্প। সেই কারণেই ইলেকট্রিক স্কুটার আলোচনার কেন্দ্রে রয়েছে।
বর্তমানে মহার্ঘ জ্বালানি ছাড়াও দুটি পরিস্থিতির নিরিখে এই ইলেকট্রিক স্কুটার খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম হল করোনা অতিমারি, যে সময় সংক্রমণ ঠেকাতে ছোঁয়াচ এড়িয়ে যাতায়াত করাটা খুবই জরুরি। কিন্তু এমনটা ইচ্ছে থাকলেও বহু মানুষের তা সাধ্যের মধ্যে কুলাই না। আর দ্বিতীয় হচ্ছে পরিবেশ দূষণ। জ্বালানিবিহীন ব্যাটারি চালিত স্কুটার লোকাল যাতায়াতের ক্ষেত্রে ব্যবহারে পরিবেশ দূষণ দূর হবে তা বলাই বাহুল্য।
গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে বাইক কোম্পানিগুলি নিয়ে আসছে একের পর এক ইলেকট্রিক বাইক এবং স্কুটার। মানুষও এখন খুঁজছেন বিকল্প। সেই কারণেই ইলেকট্রিক স্কুটার আলোচনার কেন্দ্রে। এখানে আমরা দেশের সবচেয়ে সস্তা কয়েকটি ইলেকট্রিক স্কুটার নিয়ে আলোচনা করবো। যাদের দাম ৩৭ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে।
TVS iQube
TVS-এর iQube ইলেকট্রিক স্কুটির বেস প্রাইজ ১,১০,৭৭৭ টাকা। যা মাত্র ৫ হাজার টাকা দিয়েই বুক করা যাবে।
Simple One
সিম্পল এনার্জি নামে বেঙ্গালুরু ভিত্তিক একটি সংস্থা এই বৈদ্যুতিক স্কুটার তৈরি করেছে। এর দাম ১.১০ লক্ষ টাকা।
Ampere Magnus Pro
BLDC motor তৈরি Ampere Magnus Pro বাজার মূল্য ৬৯,২০০ টাকা। এটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৫-৬ ঘণ্টা।
Ola S1
বাজারে Ola S1 বৈদ্যুতিক স্কুটারের 'অভূতপূর্ব চাহিদা' লক্ষ্য করা গেছে। দিল্লিতে এই ইলেকট্রিক স্কুটারের দাম ৮৫.০৯৯ টাকা। তবে গুজরাতে পাওয়া যাচ্ছে ৭৯,৯৯৯ টাকায়।
Avon E-ZAP
Avon E-ZAP ইলেকট্রিক স্কুটারের বাজার চলতি দাম ৫২,৪০৯ টাকা। বর্তমানে এটি কেবল অসমে পাওয়া যাচ্ছে।