আবারও রেলের কাজের জন্য ট্রেন বাতিলের ঘোষণা। এবার বারাসাত-হাসনাবাদ শাখা। রেলের তরফে জানানো হয়েছে সোন্দালিয়া ও লেবুতলার মধ্যে ডাবল লাইন চালু করা এবং লেবুতলা ও মালতিপুর স্টেশনের মধ্যে সিগন্যালিং কাজের জন্য ১২ থেকে ১৮ এপ্রিলের মধ্যে ট্রেন চলাচল প্রভাবিত হতে পারে।
১৭ ও ১৮ তারিখ বাতিল ট্রেন
বারাসাত এবং হাসনাবাদের মধ্যে সমস্ত ট্রেন পরিষেবা ১৭ এপ্রিল ভোররাত ১টা থেকে ১৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত বাতিল থাকবে। অর্থাৎ মোট ৪৭ ঘণ্টা ওই লাইনে বাতিল থাকবে ট্রেন চলাচল। এছাড়াও ১২ থেকে ১৬ তারিখের মধ্যে ওই লাইনে অন্যান্য দিনও বাতিল থাকছে বেশকিছু ট্রেন।
ট্রেন বাতিল
১২ তারিখ বাতিল একটি বারাসাত-হাসনাবাদ লোকাল (৩৩৩২৫)। ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে বাতিল থাকছে দুটি বারাসাত-হাসনাবাদ লোকাল (৩৩৩২৫ এবং ৩৩৩১১), একটি শিয়ালদা-বারাসাত লোকাল (৩৩৪৪৭), একটি হাসনাবাদ-শিয়ালদা লোকাল (৩৩৫১২) এবং একটি হাসনাবাদ-বারাসাত লোকাল (৩৩৩১২)।
এরপর ১৬ তারিখ বাতিল থাকছে একটি বারাসাত-হাসনাবাদ লোকাল (৩৩৩১১), একটি শিয়ালদা-বারাসাত লোকাল (৩৩৪৪৭), একটি হাসনাবাদ-শিয়ালদা লোকাল (৩৩৫১২) এবং একটি হাসনাবাদ-বারাসাত লোকাল (৩৩৩১২)।
এছাড়াও ১৩ থেকে ১৬ তারিখের মধ্যে (৩৩৫১৪) হাসনাবাদ-শিয়ালদা লোকাল ভোর ৪টে ৪৮ মিনিটের পরিবর্তে ৫টা ১০ মিনিটে ছাড়বে। এর জেরে বিপুল সংখ্যক যাত্রী অসুবিধার মধ্যে পড়তে চলেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন - বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, ১৩০ বছর বিরল যোগে ৩ রাশির ফাটফাটি উন্নতি