scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Train Cancelled: শনি ও রবিতে হাওড়া-ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ লাইনে বাতিল বহু ট্রেন, দেখুন তালিকা

বহু লোকাল ট্রেন বাতিল
  • 1/10

দিনহাটা ও কাটোয়া স্টেশনের মধ্যে লেভেল ক্রসিংয়ে ভূগর্ভস্থ পথের নির্মাণ কাজ চলছে। সকাল ৬টা থেকে সন্ধে ৭টা ৪০ মিনিট পর্যন্ত চলবে সেই কাজ। ব্যান্ডেল লাইনে পাটুলি থেকে কাটোয়া স্টেশন পর্যন্ত আপ ও ডাউন ট্রাফিক ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। টেনিয়া ও সালার স্টেশনের মধ্যে ডাউন লাইনে রক্ষণাবেক্ষণ  কাজের জন্য সকাল ৬টা থেকে ৫টা পর্যন্ত বিচ্ছিন্ন থাকবে বিদ্যুৎ সংযোগ। এর ফলে বহু ট্রেন বাতিল করল পূর্ব রেলওয়ে।   

বহু লোকাল ট্রেন বাতিল
  • 2/10

আগামী ১৯ ফেব্রুয়ারি ৩টি ট্রেন ও ২০ ফেব্রুয়ারি আরও ৩৭টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ৮টি ট্রেনকে সাময়িক বাতিল ও তাদের যাত্রা পথের পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এর মধ্যে একটি ট্রেন ঘুরপথে চালানোর কথাও জানান হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ১৪ টি স্পেশাল এক্সপ্রেস ট্রেনকে। তার মধ্যে ১৯ ফেব্রুয়ারি হাওড়া ও আজিমগড় আপ এবং ডাউন (৩৭৯২৩ ও ৩৭৯২৫)।

বহু লোকাল ট্রেন বাতিল
  • 3/10

২০ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে হাওড়া থেকে ১৩৪৬৫, ৩৭৯১৯ ও ব্যান্ডেল থেকে ৩৭৭৭৪৭, ৩৭৭৭৫১ লোকাল। কাটোয়া থেকে বাতিল হয়েছে একাধিক ট্রেন (৩৭৯১৪, ৩৭৯১৬, ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৭৪৪, ৩৭৯২২, ৩৭৯৪৬, ৩৭৭৪৮, ৩৭৯২৪, ৩৭৯২৬, ৩৭৭৫০, ৩৭৭৫২, ৩৭৯২৮, ৩৭৭৫৪, ০৫৪৩৫, ০৩০৪১, ০৩০৬৭, ০৩০৩৫, ০৩০৫৯, ০৩০৬১, ০৩০৯৫, ০৩০৯৭, ০৩০৮৩)

Advertisement
বহু লোকাল ট্রেন বাতিল
  • 4/10

মালদা থেকে ১৩৩৪৬৬, আজিমগঞ্জ থেকে ০৩০৪২,০৩০৬৮, ০৩০৬০,০৩০৩৬,০৩০৬২,০৩০৯৬, ০৩০৮৪, ০৩০৯৮ ট্রেন বাতিল হয়েছে। আহমেদপুর থেকে ০৩০৬৬ নম্বর ট্রেন বাতিল করেছে রেল। 


 

বহু লোকাল ট্রেন বাতিল
  • 5/10

পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ১৯ ফেব্রুয়ারি ১৫৬৪৩ ব্যান্ডেল ভায়া বর্ধমান-রামপুরহাট-গুমানি। এই ট্রেনটি বর্ধমান ও রামপুরহাটে দাঁড়াবে। 

বহু লোকাল ট্রেন বাতিল
  • 6/10

এছাড়া ২০ তারিখে সাময়িক স্থগিত ও যাত্রাপথের পরিবর্তন করা ট্রেনগুলোর মধ্যে রয়েছে- ৩৭৭৪৫ ট্রেন ৭টা ২০ মিনিটে পাটুলিতে যাত্রা শেষ করে ৮টা ২০ মিনিটে ব্যান্ডেলের উদ্দেশে যাত্রা শুরু করবে।

বহু লোকাল ট্রেন বাতিল
  • 7/10

৩৭৯১১ ট্রেনটি ৮টা ১৭ মিনিটে পাটুলি পর্যন্ত যাত্রা শেষ করে ১০টা ৪২ মিনিটে হাওড়ার উদ্দেশে যাত্রা শুরু করবে। 

৩১১১১ নবদ্বীপধাম ১০টা ৪১ মিনিটে পৌঁছবে। ৩১১১২ বিকেল ৪টে ৩৬ মিনিটে নবদ্বীপ ধাম থেকে ফিরে আসবে।

Advertisement
বহু লোকাল ট্রেন বাতিল
  • 8/10

৩৭৯১৩ ট্রেন যাবে ব্যান্ডেল পর্যন্ত। ৩৭৯১৫ পাটুলি পৌঁছবে ১২টা ৩৯ মিনিটে। এবং ৩টে ৬ মিনিটে হাওড়ার উদ্দেশে যাত্রা করবে।

৩৭৯১৭ পাটুলিতে দুপুর ৩টে ১০মিনিটে পৌঁছে বিকেল ৫টা ৫৬ মিনিটে ব্যান্ডেলের উদ্দেশে যাত্রা শুরু করবে। 

৩৭৭৪৯ পাটুলিতে দুপুর ১টা ৫৫ মিনিটে পৌঁছে বেলা ৩টে ৫৫ মিনিটে হাওড়ার দিকে রওনা দেবে। 

৩৭৭৫৩ পাটুলিতে সন্ধে ৬টা ১০ মিনিটে পৌঁছবে। সন্ধে ৭টায় ট্রেনটির গন্তব্য ব্যান্ডেল।

বহু লোকাল ট্রেন বাতিল
  • 9/10

এভাবে ট্রেন বাতিল ও যাত্রাপথের পরিবর্তনের জন্য যাত্রীদের থেকে পূর্ব রেলের তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি পূর্ব রেল জানিয়েছে, এই পরিস্থিতিতে অতিরিক্ত যাত্রী পরিবহণের জন্য ২০ ফেব্রুয়ারি কাটোয়া-হাওড়া স্পেশাল বিকেল ভোর ৫টা ও সাড়ে ৫টায় হাওড়া থেকে ছাড়বে। 

বহু লোকাল ট্রেন বাতিল
  • 10/10

আজিমগঞ্জ-টেনিয়া স্পেশাল টেনিয়া স্টেশন থেকে ভোর ৩টে ৩০ মিনিট, ৬টা, ৭টা ২৫, ৮টা ৫৫, ১১টা ৫৫ এবং ১টা ১৫ মিনিটে ছাড়বে। এছাড়াও টেনিয়া থেকে আজিমগঞ্জ স্পেশাল ছাড়বে ভোর ৫টা ৩০ মিনিট, সকাল  ৭টা ৪৫ মিনিট, ৯টা ৩০ মিনিট, ১১টা, দুপুর ১টা ৫০ মিনিট ও বেলা ৩টেয়। সর্বোপরি ৩৭৭৯১৭ এবং ০৩০০৩ দু'টির যাত্রাপথ পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে। ২০ ফেব্রুয়ারি ০৩০৯০ বেলা ৩টে ১০ মিনিটের নির্ধারিত সময়ের বদলে বিকেল ৪টে ১০ মিনিটে ছাড়বে।

Advertisement