পেট্রোল-ডিজেলের দাম এখন আকাশছোঁয়া! এই পরিস্থিতিতে মানুষ এখন বিদ্যুৎচালিত পরিবেশবান্ধব গাড়ির দিকেই বেশি ঝুঁকছে। ফলে ক্রমশ বাড়ছে বিদ্যুৎচালিত বিদ্যুৎচালিত গাড়ির বিক্রি। সেই চাহিদাকে মাথায় রেখে নতুন ইলেক্ট্রিক স্কুটার iQube Electric বাজারে আনলো TVS।
একাধিক নজরকাড়া বৈশিষ্ট, উন্নত প্রযুক্তিগত উপযোগিতা-সহ TVS-এর নতুন iQube Electric-এ রয়েছে ৪.৪ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক মোটর যার জোরে এই ইলেক্ট্রিক স্কুটার এক চার্জেই ছুটবে ৭৫ কিলোমিটার!
TVS-এর iQube Electric-এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৭৮ কিলোমিটার। মাত্র ৪.২ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টার স্পিড তোলা যাবে এই ইলেক্ট্রিক স্কুটারে।
TVS-এর iQube Electric-এ রয়েছে পাওয়ার মোডস, মাল্টি-সিলেক্ট ইকোনমি, ডে-নাইট ডিসপ্লে, কি-পার্ক অ্যাসিস্ট, আকর্ষণীয় এলইডি হেডলাইট, টেল ল্যাম্প-সহ একাধিক নজরকাড়া বৈশিষ্ট।
গ্রাহকরা TVS iQube অ্যাপের সাহায্যে এই ইলেক্ট্রিক স্কুটারের অনেকগুলি ফিচার স্মার্টফোন থেকেই অ্যক্সেস করতে পারবেন, যার মধ্যে রয়েছে স্মার্ট নেভিগেশন-এর সুবিধাও।
ভারতের বাজারে TVS iQube Electric-এর দাম ১ লক্ষ ১৫ হাজার টাকা। আপাতত দিল্লি আর বেঙ্গালুরুতেই পাওয়া যাচ্ছে এই ইলেক্ট্রিক স্কুটার। টেস্ট-রাইড, হোম চার্জিং ইন্সটলেশন, হোম ডেলিভারির মতো সুবিধাও পাওয়া যাবে।