scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

UGC Guidelines for University Exams 2021: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কীভাবে, স্পষ্ট জানিয়ে দিল UGC!

UGC Guidelines for University Exams 2021: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কীভাবে, স্পষ্ট জানিয়ে দিল UGC!
  • 1/8

দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি! দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা গত ১০ দিনে প্রায় ৪০ লক্ষ!

UGC Guidelines for University Exams 2021: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কীভাবে, স্পষ্ট জানিয়ে দিল UGC!
  • 2/8

বেশির ভাগ রাজ্যেই করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে আতঙ্ক বাড়াচ্ছে হাসপাতালের বেড আর অক্সিজেনের ঘাটতি। এ রাজ্যেও ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি।

UGC Guidelines for University Exams 2021: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কীভাবে, স্পষ্ট জানিয়ে দিল UGC!
  • 3/8

দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্কুলের পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকেও সতর্ক করে দিল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC)। সেই সঙ্গে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে থেকে বা কী ভাবে সে বিষয়েও স্পষ্ট জানিয়ে দিল UGC!

Advertisement
UGC Guidelines for University Exams 2021: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কীভাবে, স্পষ্ট জানিয়ে দিল UGC!
  • 4/8

দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে মে মাসে কোনও ভাবেই যাতে অফলাইনে পরীক্ষা নেওয়া না হয়, সে বিষয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে স্পষ্ট নির্দেশ দিয়েছে ইউজিসি (UGC)।

UGC Guidelines for University Exams 2021: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কীভাবে, স্পষ্ট জানিয়ে দিল UGC!
  • 5/8

ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC) তার চিঠিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, মে মাসে কলেজ-বিশ্ববিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে (অফলাইনে) কোনও পরীক্ষা নেওয়া যাবে না।

UGC Guidelines for University Exams 2021: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কীভাবে, স্পষ্ট জানিয়ে দিল UGC!
  • 6/8

অনলাইনে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রেও দেশ তথা রাজ্যগুলির প্রান্তিক অঞ্চলের ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে, সেখানকার করোনা পরিস্থিতি, ইন্টারনেট সংযোগ ইত্যাদি দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার ভাবনা চিন্তা করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের।

UGC Guidelines for University Exams 2021: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কীভাবে, স্পষ্ট জানিয়ে দিল UGC!
  • 7/8

যদিও ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC) এই চিঠি পাঠানোর আগে থেকেই এ রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে বন্ধ রেখে অনলাইনেই ক্লাস চালানো হচ্ছে, পরীক্ষাও হবে অনলাইনেই।

Advertisement
UGC Guidelines for University Exams 2021: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কীভাবে, স্পষ্ট জানিয়ে দিল UGC!
  • 8/8

রাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চশিক্ষা দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল যে, আপাতত অফলাইনে কোনও পরীক্ষা নেওয়া হবে না। মে মাসে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অধীনস্থ স্নাতক বা স্নাতকোত্তর স্তরে তেমন পরীক্ষাও নেই। অর্থাৎ, UGC-র নির্দেশ আসার আগেই বাংলায় এর প্রস্তুতি সারা হয়ে গিয়েছে।

Advertisement