ATM থেকে টাকা তোলার জন্য আপনার আর ডেবিট কার্ডের দরকার পড়বে না! অবিশ্বাস্য মনে হলেও এমনই সুবিধা চালু হচ্ছে দেশে!
SBI-এর পর City Union Bank এই বিশেষ সুবিধাযুক্ত ATM ইনস্টল করতে চলেছে। এর জন্য City Union Bank হাত মিলিয়েছে NCR Corporation-এর সঙ্গে।
এর জন্য ATM-এর নির্মাতা NCR Corporation UPI প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্রথম আন্তঃক্রিয়াযোগ্য Card less টাকা তোলার পরিকল্পনা করেছে।
City Union Bank এই বিশেষ সুবিধা সহ ATM ইনস্টল করতে NCR Corporation-এর সাথে হাত মিলিয়েছে। ব্যাংকটি এখন পর্যন্ত এই সুবিধা সহ ১৫০০টিরও বেশি ATM আপগ্রেড করেছে।
এই নতুন ব্যবস্থায় UPI অ্যাপের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে প্রথমে আপনার স্মার্টফোনে যে কোনও UPI অ্যাপ্লিকেশন (BHIM, Paytm, GPay, Phonepe, Amazon) খুলতে হবে।
এবার ATM স্ক্রিনে QR Code স্ক্যান করে আপনি কত টাকা তুলবেন তা ফোনের UPI অ্যাপ্লিকেশনে টাইপ করুন। নগদের অঙ্ক লিখে প্রসেস বাটন ক্লিক করতে হবে।
এবার আপনার ৪ বা ৬ সংখ্যার UPI পিন নম্বর টাইপ করতে হবে। তারপর কনফার্ম করলেই ATM থেকে টাকা পেয়ে যাবেন।